সোমবার, ২১ জুলাই, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ৯ বছরের খরা কাটাল বাংলাদেশ
  •   চাঁদপুর রেলওয়ে কোর্ট স্টেশনে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু
  •   চাঁদপুর বিআরটিএ কার্যালয়ের বিরুদ্ধে অপপ্রচারের নেপথ্যে--
  •   হাসপাতাল কর্তৃপক্ষের ক্ষমতার দাপটে বিচার পাচ্ছে না ক্ষতিগ্রস্তরা

প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ২১:৩৯

ফরিদগঞ্জ কেরোয়া হোসেনেআরা বেগম আদর্শ বালিকা উবির কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রবীর চক্রবর্তী
ফরিদগঞ্জ কেরোয়া হোসেনেআরা বেগম আদর্শ বালিকা উবির কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদগঞ্জ পৌর এলাকাধীন কেরোয়া হোসনেআরা বেগম আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। এ বছর এসএসসি পরীক্ষায় উপজেলা পর্যায়ে পাসের হারের দিক থেকে সর্বোচ্চ ফলাফল অর্জন করে বিদ্যালয়টি। মোট ২৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ২৫ জন কৃতকার্য হয়।

রোববার (২০ জুলাই ২০২৫) বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক দীপক কুমার রাউতের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সাইফুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি তারেক নাথ মল্লিক। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য, সাবেক পৌর প্রশাসক শফিকুল ইসলাম পাটওয়ারী, ম্যানেজিং কমিটির সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি মজিবুর রহমান দুলাল, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য তোফায়েল আহমেদ, অভিভাবক সদস্য ফারুক হোসেন, সাজেদুল ইসলাম, শাহাদাৎ হোসেন টুটুল, সিদ্দিক মিজি প্রমুখ।

অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, এ প্লাস প্রাপ্তিই বড়ো অর্জন নয়। প্রতিটি শিক্ষার্থীকে প্রতিটি বিষয়ে ভালভাবে জানা ও জ্ঞান আহরণ করা প্রয়োজন। যাতে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে চাকুরির জন্যে পরীক্ষা দেয়ার সময়ে এসব কাজে লাগে।

আলোচনা শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা ও তাদের উৎসাহ প্রদানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মজিবুর রহমান দুলালের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়