রবিবার, ২০ জুলাই, ২০২৫  |   ৩৩ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর রেলওয়ে কোর্ট স্টেশনে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু
  •   চাঁদপুর বিআরটিএ কার্যালয়ের বিরুদ্ধে অপপ্রচারের নেপথ্যে--
  •   হাসপাতাল কর্তৃপক্ষের ক্ষমতার দাপটে বিচার পাচ্ছে না ক্ষতিগ্রস্তরা

প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ১৪:৩১

রংপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবসায়িক পারফরমেন্স মূল্যায়ন কর্মশালা

রংপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবসায়িক পারফরমেন্স মূল্যায়ন কর্মশালা
অনলাইন ডেস্ক

শনিবার (১৯ জুলাই ২০২৫) রংপুর জেলার পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবসায়িক পারফরম্যান্স মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালক অধ্যক্ষ নুরে আলম তালুকদার । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (প্রশাসন) এ. বি. এম. জাহিদ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন রংপুর জেলার শাখা তত্ত্বাবধান ও পরিদর্শন বিভাগের মনিটরিং কর্মকর্তা ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার কাজী ইমরুল কায়েস এবং সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও বোর্ড সচিব মুহম্মদ আলী। দিনব্যাপী এই কর্মশালায় পল্লী সঞ্চয় ব্যাংকের রংপুর জেলার সকল কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে পরিচালক মহোদয় রংপুর জেলার ব্যাংকের সার্বিক অবস্থা ও তথ্যাদি পর্যালোচনা করেন, অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। মহাব্যবস্থাপক (প্রশাসন) এ. বি. এম. জাহিদ হোসেন উক্ত পর্যালোচনায় অংশগ্রহণ করে তাঁর মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন। তিনি পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত পরিচালক নুরে আলম তালুকদারের মাঠ পর্যায়ের জনবলের সাথে এ ধরনের সরাসরি মতবিনিময় সভা সংশ্লিষ্ট সকলকে অনুপ্রাণিত করবে এবং ব্যাংকের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে সবাইকে আরো শক্তিশালী ভূমিকা পালনে সহায়তা করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়