প্রকাশ : ১১ মে ২০২৫, ১৯:৫৯
প্রচণ্ড দাবদাহে জনজীবন অতিষ্ঠ
চাঁদপুরে তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের চেয়ে আগামী ক'দিনে আরো বাড়তে পারে

চাঁদপুরে চলমান তীব্র দাবদাহ জনজীবনকে চরম দুর্ভোগে ফেলেছে। রোববার (১১ মে ২০২৫) দুপুরে জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। আবহাওয়া অফিস জানিয়েছে, এই তাপমাত্রা আগামী কয়েকদিন আরও বেড়েই চলতে পারে।
|আরো খবর
জানা গেছে, বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ কম এবং বৃষ্টিপাতের অনুপস্থিতির কারণে তাপমাত্রা ক্রমাগত বাড়ছে। বঙ্গোপসাগরে সক্রিয় নেই কোনো লঘুচাপ বা মৌসুমি বায়ু। ফলে সূর্যের তেজ প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চরম পর্যায়ে পৌঁছায়। এই অস্বাভাবিক গরমে সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন দিনমজুর, রিকশাচালক, হকার ও কৃষকরা। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকাগুলোতে মানুষজনের উপস্থিতি অনেক কমে গেছে।
চাঁদপুর সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, গরমজনিত কারণে প্রতিদিন ডায়রিয়া, হিটস্ট্রোক, বমি ও পানিশূন্যতায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন শিশু ও বৃদ্ধরা।
এদিকে গরমের এই সময়ে লোডশেডিং পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলেছে। দিনে ৩ থেকে ৪ বার বিদ্যুৎ চলে যাওয়ার কারণে ফ্যান ও পানির মোটর চলানো ব্যাহত হচ্ছে। ফলে অনেক এলাকায় দেখা দিয়েছে পানি সংকট।
চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন প্রচুর পানি পান করতে, হালকা ও সাদা রঙের ঢিলেঢালা পোশাক পরতে এবং রোদ থেকে নিজেকে রক্ষা করতে।
চাঁদপুরের আকাশে মাঝেমধ্যে মেঘ দেখা গেলেও বৃষ্টির কোনো লক্ষণ নেই।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, অন্তত আগামী ৪-৫ দিন এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে। ফলে চাঁদপুরবাসী এখন এক ফোঁটা বৃষ্টির জন্য অধীর অপেক্ষায় আকাশের দিকে তাকিয়ে আছে।