শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ২১:৪৫

গোপালগঞ্জে জুলাইযোদ্ধাদের ওপর হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

স্টাফ রিপোর্টার
গোপালগঞ্জে জুলাইযোদ্ধাদের ওপর হামলার প্রতিবাদে  জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

গোপালগঞ্জে জুলাইযোদ্ধাদের ওপর নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মুজিববাদীদের ভয়াবহ হামলার প্রতিবাদে চাঁদপুর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামের নেতা-কর্মীরা। এই হামলার প্রতিবাদে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চাঁদপুর শহর জামায়াতের উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

১৭ জুলাই ২০২৫ (বৃহস্পতিবার) বাদ আসর চাঁদপুর শহরের হাসান আলী হাই স্কুল মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চাঁদপুর বাস স্ট্যান্ড ফয়সাল শপিং কমপ্লেক্সের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য, জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাড. মাসুদুল ইসলাম বুলবুল। শহর জামায়াতের আমির অ্যাড. শাহাজান খানের সভাপতিত্বে ও শহর সেক্রেটারি বেলায়েত হোসেনের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী জাহাঙ্গীর আলম প্রধান, ইসলামী ছাত্রশিবিরের চাঁদপুর শহর সভাপতি মো. জাহিদুল ইসলাম, এনসিপি চাঁদপুর জেলার প্রধান সমন্বয়কারী মাহবুব আলম, যুগ্ম সমন্বয়কারী ও চাঁদপুর সদর উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী তামিম খান, শহর জামায়াতের সহকারী সেক্রেটারী সাইফুল ইসলাম সবুজ খান, জামায়াত নেতা অ্যাড. আব্দুল কাদের খান, গোলাম মাওলা, আব্দুল হাই লাভলু প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, যারা এই বর্বরোচিত হামলা চালিয়েছে, তাদের দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি প্রশাসনের নিকট। প্রশাসনকে এর দায় নিতে হবে। হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে তারা বলেন, সন্ত্রাসীদের কোনো রং নেই, কোনো দল নেই।

বিক্ষোভ সমাবেশটি শান্তিপূর্ণভাবে শেষ হয়। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়