শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ২০:০১

বাজুসের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অনলাইন ডেস্ক
বাজুসের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)-এর ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৫) বাজুস চাঁদপুর জেলা শাখার উদ্যোগে কুমিল্লা রোডস্থ ইউসুফ ম্যানশনের ৪র্থ তলায় বাজুস জেলা কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার কর্মসূচি পালন করা হয়। সাধারণ সম্পাদক মানিক পোদ্দারের সঞ্চালনায় ও সভাপতি মো. মোস্তফা ফুল মিয়ার সভাপতিত্বে কেক কাটা পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি জয় রাম রায়, মানিক মজুমদার, অজিত সরকার, সহ-সাধারণ সম্পাদক নজির আহমেদ, জামিল আহমেদ, মাসুদ মাল, কোষাধ্যক্ষ বাবুল কর্মকার, কার্যকরী সদস্য নাজির উদ্দীন, সুবল সরকার, তাপস পাল প্রমুখ।

বক্তাগণ তাঁদের বক্তব্যে ১৯৬৬ সালে বাজুসের প্রতিষ্ঠা থেকে শুরু করে বর্তমান পর্যন্ত বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন এবং সামনের দিনগুলোতে সকল জুয়েলারী ব্যবসায়ীকে বাজুসের পতাকাতলে এসে সুনাম ও সততার সাথে ব্যবসায় পরিচালনা করে গ্রাহক সন্তুষ্টি অর্জনে ব্যাপক ভূমিকা পালনের আহ্বান জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়