প্রকাশ : ২২ মার্চ ২০২৫, ২০:৩৬
নারায়ণপুরে ভয়েস ফর জাস্টিস এন্ড ডেভেলপমেন্টের ঈদ উপহার বিতরণ

মতলব পূর্বাঞ্চলের ৫টি স্বেচ্ছাসেবী সংগঠন লোটাস-বাড চ্যারিটি ফোরাম, হিউম্যানিটিস অর্গানাইজেশন, স্বপ্নচূড়া ফাউন্ডেশন, আশার আলো অর্গানাইজেশন এবং নবজাগরণ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে বৃহত্তর মতলবের বৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন ভয়েস ফর জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট দুই শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে পবিত্র ঈদুল ফিতরের ঈদ উপহার বিতরণ করেছেন। শনিবার (২২ মার্চ ২০২৫) দুপুর ১২টায় ১৫৫নং নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঈদ উপহার বিতরণ করা হয়। বিতরণের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হিউম্যানিটিস অর্গানাইজেশনের প্রধান উপদেষ্টা মুহাম্মদ আরিফ বিল্লাহর সভাপ্রধানে এবং সাবেক সভাপতি মো. ফরহাদ আহমেদ আলীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভয়েস ফর জাস্টিস এন্ড ডেভেলপমেন্টের চেয়ারম্যান আফতাব চৌধুরী সুমন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সমাজের বিত্তবান মানুষদের মহান রবের সন্তুষ্টির জন্যে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো উচিত। দরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার পরিকল্পনা নিয়ে কাজ করা সময়ের দাবি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নারায়ণপুর সাহেব বাজার জামে মসজিদের খতিব মুফতি সালমান আহমেদ ফরিদী, লোটাস-বাড চ্যারিটি ফোরামের সাবেক সভাপতি নাজমুল হাসান, হিউম্যানিটিস অর্গানাইজেশনের সভাপতি মো. শরিফুল ইসলাম ও আশার আলো অর্গানাইজেশনের সাংগঠনিক সম্পাদক মো. সাকিব শেখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ঈদ উপহার হিসেবে প্রত্যেককে ৫ শ' টাকা করে প্রদান করেন।