রবিবার, ২৩ মার্চ, ২০২৫  |   ৩২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২২ মার্চ ২০২৫, ১৬:৪৫

বাবা-মা'র অপমান সইতে না পেরে এক কিশোরীর আত্মহত্যা

অনলাইন ডেস্ক
বাবা-মা'র অপমান সইতে না পেরে এক কিশোরীর আত্মহত্যা

চাঁদপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডস্থ পুরাণবাজার রঘুনাথপুর আশ্রয়ন কেন্দ্রে সোনিয়া আক্তার নামে এক কিশোরী (১৪) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

শনিবার (২২ মার্চ ২০২৫) দুপুরে রঘুনাথপুর আশ্রয় কেন্দ্রে বসবাসকারী শরিফ হোসেনের বসতঘরে এই ঘটনাটি ঘটে। মেয়েকে জীবিত ভেবে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে বাবা। কিন্তু কর্মরত চিকিৎসক কিশোরীকে মৃত ঘোষণা করেন।

কিশোরী সোনিয়ার বাবা শরীফ জানান, দীর্ঘদিন যাবত এলাকার বখাটে যুবক নয়ন তার মেয়ে সোনিয়াকে প্রেম নিবেদন করে উত্যক্ত করতো। সোনিয়া তার কথা না শুনে পরিবারের কাছে উত্ত্যক্তের বিষয়টি জানায়। তার বাবা এই ঘটনার প্রতিবাদ করায় বখাটে নয়নের ভাই জুয়েল লোকজন নিয়ে প্রথমে আশ্রয়ন প্রকল্পে এসে মাকে হুমকি-ধমকি দেয়, পরে তারা ক্ষিপ্ত হয়ে বাবাকে মারধর করে। মেয়ের সামনে বাবা-মাকে অপমান-অপদস্থ ও মারধর করার ক্ষোভে সোনিয়া নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

খবর পেয়ে চাঁদপুর মডেল থানার পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল করে মেয়ের বাবার কাছ থেকে ঘটনা সম্পর্কে জানেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়