প্রকাশ : ২২ মার্চ ২০২৫, ১৬:০৩
মতলবে জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের মতবিনিময় সভা

মতলব দক্ষিণে জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে শনিবার (২২ মার্চ ২০২৫) সকালে স্থানীয় কচি- কাঁচা মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের পৃষ্ঠপোষক আফতাব চৌধুরী সুমন। এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক মুহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আক্তার হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কার্যনির্বাহী সদস্য ফারুক আহমেদ বাদল, আমির খসরু ও গোলাম সারওয়ার সেলিম।
এছাড়াও বক্তব্য রাখেন প্রভাষক মো. কামাল হোসেন, সম্মানিত সদস্য মো. ইকবাল হোসেন, নিমাই চন্দ্র ঘোষ, মাহফুজ মল্লিক, রেদওয়ান আহমেদ জাকির, আব্দুল মান্নান খান, জাহাঙ্গীর আলম প্রধান, মোশারফ হোসেন তালুকদার, কার্যনির্বাহী সদস্য আশরাফুল জাহান শাওলিন, লোকমান হোসেন হাবীব, সমীর ভট্টাচার্য বলু, আরিফুল ইসলাম শান্ত, সোবহান ফারুক, সফিকুল ইসলাম রিংকু, আজিজুল হক দীপু, তাসকিন আহমেদ দিপু, সাইফুর রহমান সবুজ, এ এস পলাশ প্রমুখ।
সভায় এসোসিয়েশনের সদস্য শ্যামল চন্দ্র দাস, আল আমিন ভূইয়া, রতন চক্রবর্তী, মো. তফসিল হাসান, মো. রবিউল আলম, মো. জানিবুল আলম জনি, শিব শংকর দাস উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি আফতাব চৌধুরী সুমন গঠনতন্ত্র অনুযায়ী সভা ও কার্যক্রম এগিয়ে নিতে সকলকে আহ্বান জানান। সাংবাদিকদের ঐক্য, পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার মনোভাব পোষণের জন্যে পরামর্শ দেন।