প্রকাশ : ২১ মার্চ ২০২৫, ২২:১৬
মতলব উত্তরে কোরআনের পাখিদের নিয়ে ইফতার মাহফিল
রাজনীতি করতে হবে নীতি নৈতিকতার মধ্য দিয়ে
-----------ডা. আনিসুল আউয়াল

এক ঝাঁক কোরআনের পাখি নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছেন চাঁদপুর-২ আসন (মতলব উত্তর ও দক্ষিণ) থেকে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রদলের প্রথম আহ্বায়ক, মতলব ডক্টরস ফোরামের যুগ্ম আহ্বায়ক, ড্যাব সদস্য, শিক্ষানুরাগী ও সমাজসেবক ডা. আনিসুল আউয়াল।
|আরো খবর
বৃহস্পতিবার (২০ মার্চ ২০২৫) মতলব উত্তর উপজেলার শাহবাজকান্দি রাহমানিয়া নূরানি হাফেজিয়া মাদ্রাসার কোমলমতি এক ঝাঁক কোরআনের পাখিদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পবিত্র মাহে রমজানের ফজিলত ও নীতি নৈতিকতা নিয়ে আলোকপাত করেন ডা. আনিসুল আউয়াল।
তিনি বলেন, মুমিনদের জন্যে পবিত্র মাহে রমজান হলো আত্মশুদ্ধির মাস। এ মাসে মুমিন ও মুসলমানদের জন্যে অতি সম্মানের মাস। এ মাসে পবিত্র কুরআন নাজিল হয়। এ মাসে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যে সকলকে ইবাদতের মাধ্যমে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, রাজনীতি করতে হবে নীতি ও নৈতিকতার মধ্য দিয়ে। রাজনীতি হলো সবচেয়ে সমাজসেবামূলক পেশা। এ পেশাকে নষ্ট করা যাবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁর বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মাতা আপসহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ও উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে হবে। রাজনীতি করে হানাহানি, মারামারি, দলের মধ্যে গ্রুপিং করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করা যাবে না। সকল ভেদাভেদ ভুলে গিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের একযোগে কাজ করতে হবে।
অনুষ্ঠানে ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি তোফায়েল আহমেদ পাটোয়ারী স্বাগত বক্তব্য রাখেন। এছাড়া বক্তব্য রাখেন ৪নং ওয়ার্ড মেম্বার মো. দুলাল মুন্সি প্রমুখ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন ছাত্রদল নেতা রিয়াদ হোসেন সরকার ও নিশান আহমেদসহ আরও অনেকে।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় এবং সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।