প্রকাশ : ২১ মার্চ ২০২৫, ২১:৫৭
সভাপতি তাছির বেপারী সাধারণ সম্পাদক দুলাল খান
চাঁদপুর পৌর ২নং ওয়ার্ড বিএনপির সম্মেলন

চাঁদপুর পৌর ২নং ওয়ার্ড বিএনপির সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আবু তাহের তাছির বেপারীকে সভাপতি ও দুলাল খানকে সাধারণ সম্পাদক করে চার সদস্যের নাম ঘোষণা করেন সম্মেলনের প্রধান বক্তা।
|আরো খবর
শুক্রবার (২১ মার্চ ২০২৫) বিকেলে পুরাণবাজার ওচমানিয়া কামিল মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল।
তিনি বলেন, আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে বিএনপির সম্মান ক্ষুণ্ন হয়। যারা বিগতদিনে স্বৈরাচারের দোসর ছিলো তাদেরকে কোনো কমিটিতে জায়গা দেয়া যাবে না। বিগতদিনে রাজপথে আন্দোলন- সংগ্রামে যারা ছিলো তারাই কমিটিতে মূল্যায়ন পাবেন। দলের নাম ভাঙ্গিয়ে কোনো চাঁদাবাজি বা কারো সম্পদ লুট করা যাবে না। প্রত্যেক ভোটারকে সম্মান করতে হবে ।
তিনি আরো বলেন, জনগণের সাথে কোনো খারাপ আচরণ করা যাবে না। এখানে যদি কোনো সমস্যা হয় আপনারা শেখ ফরিদ আহমেদ মানিক ভাইকে জানাবেন। কোনো ব্যক্তির জন্যে দলের বদনাম সহ্য করা হবে না। মনে রাখবেন বিএনপি জনগণের দল। কাজেই আপনাদেরকে জনগণের জন্যে কাজ করতে হবে।
সম্মেলন উদ্বোধন করেন চাঁদপুর পৌর বিএনপির আহ্বায়ক আক্তার হোসেন মাঝি।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সদস্য সচিব অ্যাড. হারুনুর রশীদ।
চাঁদপুর পৌর ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফরিদ আহমেদ বেপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তাহের (তাছির) বেপারীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন, যুগ্ম আহ্বায়ক শাহজালাল শেখ, সদস্য হুমায়ুন কবির হুমা, ইশিতা আক্তার, পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান কবির খোকা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সফিউদ্দিন বাবলু, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়েজ ঢালী প্রমুখ।
অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত করেন মাওলানা আলী আহমদ।
সম্মেলনের শেষ পর্যায়ে চাঁদপুর পৌর বিএনপির সদস্য সচিব অ্যাড. হারুনুর রশীদ ২নং ওয়ার্ডের সভাপতি পদে আবু তাহের তাছির বেপারী, আব্দুর রব মিজিকে সিনিয়র সহ-সভাপতি, দুলাল খানকে সাধারণ সম্পাদক ও আবুল কালাম শেখকে সাংগঠনিক সম্পাদক করে ২ বছরের জন্যে নতুন আংশিক কমিটি ঘোষণা করেন।