শুক্রবার, ২১ মার্চ, ২০২৫  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২০ মার্চ ২০২৫, ২৩:০১

চাঁদপুর পৌর ১৫নং ওয়ার্ড বিএন‌পির স‌ম্মেলন ও ইফতার মাহ‌ফিল

বাদল মজুমদার ।।
চাঁদপুর পৌর ১৫নং ওয়ার্ড বিএন‌পির স‌ম্মেলন ও ইফতার মাহ‌ফিল

চাঁদপুর পৌর ১৫নং ওয়ার্ড বিএন‌পির স‌ম্মেলন, দোয়া ও ইফতার মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।বৃহস্প‌তিবার (২০ মার্চ ২০২৫) শহ‌রের ষোলঘর উচ্চ বিদ‌্যালয় মা‌ঠে ইফতার ও দোয়াপূর্ব আ‌লোচনা সভায় প্রধান অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন পৌর বিএন‌পির আহ্বায়ক আক্তার হো‌সেন মা‌ঝি। তি‌নি ব‌লেন, গত ১৬টি বছর একটি সুষ্ঠু নির্বাচনের জন্যে অপেক্ষা করে যাচ্ছি, কিন্তু সেই ভোট শেখ হাসিনা দেয়নি। বর্তমান সরকারও টালবাহানা করছে। আমাদের লড়াই এখনো শেষ হয়নি। তারেক রহমান নির্দেশ দিলে এ সরকার ৫ মিনিটও ক্ষমতায় থাকতে পারবে না। আমরা দাবি জানাচ্ছি, অবিলম্বে পার্লামেন্ট নির্বাচন দিন। সুষ্ঠু ভোটের ব্যবস্থা করুন। জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিন।

পৌর ১৫নং ওয়ার্ড বিএন‌পির

সভাপ‌তি টিপু সুলতান খানের সভাপ‌তি‌ত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল ক‌রিম মা‌নিকের প‌রিচালনায় উ‌দ্বোধক হি‌সে‌বে বক্তব‌্য রা‌খেন পৌর বিএন‌পির সদস‌্য স‌চিব অ্যাড. হারুন অর র‌শিদ। প্রধান বক্তা ছিলেন সি‌নিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন বেপারী। বি‌শেষ অতিথির বক্তব‌্য রা‌খেন পৌর বিএন‌পির প্রধান সমন্বয়ক সালাউ‌দ্দিন সে‌লিম, শি‌রিন ফারজানা আফ‌রোজ, জেলা যুবদ‌লের সভাপ‌তি মা‌নিকুর রহমান মা‌নিক, সাংগঠ‌নিক সম্পাদক ফয়জাল গাজী বাহার, পৌর স্বেচ্ছা‌সেবক দলের আহ্বায়ক সফিউ‌দ্দিন বাবলু, পৌর ছাত্রদ‌লের সাধারণ সম্পাদক ফ‌য়েজ ঢালীসহ বি‌ভিন্ন পর্যা‌য়ের নেতৃবৃন্দ।

ইফতার মাহ‌ফি‌লে দোয়া ও মোনাজাত প‌রিচালনা ক‌রেন মোঃ আ‌নিছুর রহমান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়