প্রকাশ : ২০ মার্চ ২০২৫, ১৯:১৫
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কচুয়ায় ৫৩ হাজার পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কচুয়ায় ৫৩ হাজার পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক কর্মসূচির আওতায় ১৩ মার্চ থেকে উপজেলা খাদ্য গুদাম থেকে চাল সংগ্রহ করে উপজেলার ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়নে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ শুরু হয়। আর সম্পন্ন হয় বুধবার (১৯ মার্চ ২০২৫)।
|আরো খবর
কচুয়া পৌরসভায় ৪ হাজার ৬ শ' ২১, সাচার ইউনিয়নে ৩ হাজার ৫শ' ৯১, পাথৈর ইউনিয়নে ২ হাজার ৯শ' ৯৫, বিতারা ইউনিয়নে ৫ হাজার ২শ' ৭৮, পালাখাল মডেল ইউনিয়নে ৩ হাজার ২শ' ১১, পশ্চিম সহদেবপুর ইউনিয়নে ৩ হাজার ৬শ' ৮২, কচুয়া উত্তর ইউনিয়নে ৩ হাজার ৫শ' ২৮, কচুয়া দক্ষিণ ইউনিয়নে ২ হাজার ৪শ' ০২, কাদলা ইউনিয়নে ৪ হাজার ২শ' ৪২, কড়ইয়া ইউনিয়নে ৫ হাজার ৯শ' ১৩, গোহট উত্তর ইউনিয়নে ৩ হাজার ৯শ' ১৬, গোহট দক্ষিণ ইউনিয়নে ৪ হাজার ১৯ ও আশ্রাফপুর ইউনিয়নে ৫ হাজার ১শ' ৬৭ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী রাকিবুল ইসলাম জানান, সকল স্থানে চাল বিতরণ সুষ্ঠভাবে সম্পন্ন হলেও পশ্চিম সহদেবপুর ইউনিয়নের নন্দনপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইউপি সদস্য শাহজালাল সিকদার বহিরাগত কিছু লোক দিয়ে বিতরণ কাজে বাধা দেওয়ার চেষ্টা করলেও প্রশাসনের হস্তক্ষেপে বিতরণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।