প্রকাশ : ২০ মার্চ ২০২৫, ১৯:০৫
ফরিদগঞ্জে নিষিদ্ধ বালাইনাশক কার্বোফুরান জব্দ, জরিমানা

ফরিদগঞ্জে সরকারিভাবে নিষিদ্ধ বালাইনাশক কার্বোফুরান এবং মেয়াদোত্তীর্ণ কীটনাশক ও সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দোকান মালিককে জরিমানাও করা হয়। বৃহস্পতিবার (২০ মার্চ ২০২৫) নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ও যৌথ বাহিনী ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের কালির বাজারে এই অভিযান পরিচালনা করে।
|আরো খবর
জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত যৌথ বাহিনীর উপস্থিতিতে কালির বাজারের কীটনাশক ও খুচরা সার বিক্রেতা মো. জহিরুল ইসলাম ভূঁইয়ার মালিকানাধীন ‘মেসার্স মা ট্রেডাস’-এ অভিযান চালিয়ে সরকারিভাবে নিষিদ্ধ কার্বোফুরান ১৩ কেজি জব্দ করে। এছাড়া ওই দোকানে মেয়াদোত্তীর্ণ কীটনাশক এবং ভেজাল সারও পাওয়া যায়। তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়া দোকান মালিক জহিরুল ইসলাম ভূঁইয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। পরে যৌথ বাহিনীর উপস্থিতিতে জব্দকৃত পণ্য জনসম্মুখে ধ্বংস করে মাটিতে গভীর গর্ত করে পুঁতে ফেলা হয়।
এ সময় উপজেলা কৃষি অফিসার কল্লোল কিশোর সরকার, কৃষি সম্প্রসারণ অফিসার মো. ফাহিম হাসান, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মজনুন বাহার, সজীব সরকার, সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার নাছির উদ্দীনের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম, এস আই আনোয়ার হোসেনের নেতৃত্বে ফরিদগঞ্জ থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা কৃষি অফিসার কল্লোল কিশোর সরকার জানান, বিশ্বের ৮৮তম দেশ হিসেবে কার্বোফুরান নামের বালাইনাশক নিষিদ্ধ ঘোষণা করা হয় বাংলাদেশে। মানুষ ও অন্যান্য প্রাণীর জন্যে মারাত্মক ক্ষতিকর চিহ্নিত করে ২০২৩ সালের ১৮ জানুয়ারি এটি নিষিদ্ধ করে গেজেট প্রকাশ করা হয়। এরপর থেকে কীটনাশক ও সারের খুচরা বিক্রেতাদের বারংবার নিষিদ্ধ কার্বোফুরান না রাখার নিদের্শনা দিলেও তারা তা মানছেন না। তাই এই অভিযান চালানো হয়েছে। এটি অব্যাহত থাকবে।