শুক্রবার, ২১ মার্চ, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২০ মার্চ ২০২৫, ১৫:৫৭

ফরিদগঞ্জে যৌথবাহিনীর চেকপোস্ট মাদক

মোটরসাইকেলসহ যুবক আটক

স্টাফ রিপোর্টার।।
মোটরসাইকেলসহ যুবক আটক
ফরিদগঞ্জে ভ্রাম্যমাণ চেকপোস্টে যানবাহনে তল্লাশি অভিযান পরিচালনা করছে যৌথবাহিনী। পাশে নাম্বারবিহীন গাড়ি, মাদকসহ আটক যুবক।

ফরিদগঞ্জ উপজেলায় ফরিদগঞ্জ আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে যৌথ বাহিনী কর্তৃক ভ্রাম্যমাণ

চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন যানবাহনে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ৪০টি যানবাহনে তল্লাশি করা হয় এবং মাদকসহ যুবককে গ্রেফতার ও নাম্বারবিহীন একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ ২০২৫) রাত ১০ টা থেকে ২টা পর্যন্ত পর্যন্ত যৌথ বাহিনীর নেতৃত্বে ফরিদগঞ্জ উপজেলার বর্ডার বাজার এলাকার রাস্তায় পুলিশের সাথে সমন্বয়পূর্বক ভ্রাম্যমাণ এই চেকপোস্ট বসানো হয়। চেকপোস্টে অবৈধ গাড়ি পার্কিং, লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, অধিক গতিতে গাড়ি চালানো, হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প হতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে মোট ৪০টি যানবাহনে তল্লাশি করা হয়। তল্লাশি চলাকালীন সময়ে ফরিদগঞ্জ উপজেলার নয়ারহাট, ৯নং ইউনিয়ন এলাকা থেকে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মো. রুবেল গাজী (২৫)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নিকট হতে ১০ পিচ ইয়াবা, ১টি নাম্বার প্লেটবিহীন মোটরসাইকেল এবং ১টি অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনি ব্যবস্থাগ্রহণ করার জন্যে উদ্ধারকৃত সামগ্রী এবং গ্রেফতারকৃত ব্যক্তিকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। চাঁদপুর আর্মি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়