প্রকাশ : ১৯ মার্চ ২০২৫, ২২:০৭
মতলব পেন্নাই সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
মতলব-পেন্নাই-গৌরীপুর সড়কের কাউয়াদী নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ইব্রাহিম (২৮) সহ অজ্ঞতানামা এক নারী পথচারী নিহত হয়েছে। বুধবার (১৯ মার্চ) বেলা ১১ টার পর এই সড়ক দুর্ঘটনা হয়েছে বলে জানা যায়।
নিহত মোটরসাইকেল চালক মতলব দক্ষিণ উপজেলার সুপরিচিত সাকিব হাসপাতাল এন্ড ডায়াবেটিক সেন্টারের ফার্মেসিতে কর্মরত ছিলেন। সে উপজেলার দক্ষিণ নারায়ণপুর গ্রামের মৃত ইসমাইল মিয়াজির ছেলে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের কর্মস্থল সূত্রে জানা যায়, ঘটনার দিন ইব্রাহিম ঈদের কেনাকাটার জন্য মোটরসাইকেল যোগে একাই ঢাকা যাচ্ছিলেন। পথে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার কাউয়াদী মিয়াজী বাড়ীর সামনে মতলব পেন্নাই গৌরীপুর সড়কে হঠাৎ করেই এক বৃদ্ধা মহিলা রাস্তা পারাপার হতে গিয়ে চলন্ত মোটরসাইকেলের সামনে চলে আসে। ওই সময় বৃদ্ধা মহিলাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ওই মহিলাকে ধাক্কা দিয়ে নিজে ট্রাকের সাথে ধাক্কা খায় । ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের দাউদকান্দি (গৌরীপুর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষণা করে।
এদিকে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ইব্রাহিমের মৃত্যুর খবর তার পরিবার ও কর্মস্থলে এসে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে। নিহত ইব্রাহিম মৃত্যু কালে মা, স্ত্রী ও এক বোন সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সাকিব হাসপাতাল এন্ড ডায়াবেটিস সেন্টার পরিবার।