বুধবার, ১৯ মার্চ, ২০২৫  |   ৩৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৮ মার্চ ২০২৫, ২২:৩৭

সাহিত্য একাডেমী চাঁদপুর-এর ভোটার তালিকায় প্রকাশ

সাহিত্য একাডেমী চাঁদপুর-এর ভোটার তালিকায় প্রকাশ
স্টাফ রিপোর্টার :

দীর্ঘ ১ যুগেরও বেশি সময় পর নতুন পরিচালনা পর্ষদ পেতে যাচ্ছে ঐতিহ্যবাহী দেশের অন্যতম সাহিত্য একাডেমী চাঁদপুর।

সাহিত্য একাডেমী চাঁদপুরের সর্বশেষ কার্যকরী পরিষদ ২০১২ সালে গঠন করা হয়। এরপর দীর্ঘদিন ধরে একাডেমীর কার্যকরী পরিষদ গঠন করা হয়নি। এমতাবস্থায় সাহিত্য একাডেমী, চাঁদপুরের সভাপতি ও জেলা প্রশাসক, চাঁদপুর একাডেমীর কার্যকরী পরিষদ গঠনের উদ্যোগ গ্রহণ করেছেন। দীর্ঘদিন একাডেমীর কার্যকরী পরিষদ না থাকায় সদস্য তালিকাসহ বিভিন্ন নথিপত্র পাওয়া যায়নি। যার ফলে একাডেমীর সাধারণ সদস্যদের সঠিক তালিকা তৈরি করা সম্ভব হয়নি। একাডেমীতে বর্তমানে সংরক্ষিত বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করে সাধারণ সদস্যদের একটি খসড়া তালিকা করা হয়েছে। খসড়া তালিকায় অনেকের নাম বাদ যেতে পারে। পূর্বে সাহিত্য একাডেমীর সদস্য ছিলেন কিন্তু নিম্নবর্ণিত খসড়া তালিকায় নাম নেই, এমন কেউ থাকলে তাঁকে যথাযথ প্রমাণ সংযুক্ত পূর্বক ৫ এপ্রিল ২০২৫ খ্রি. তারিখের মধ্যে সভাপতি, সাহিত্য একাডেমী ও জেলা প্রশাসক, চাঁদপুর বরাবরে আবেদন করার জন্য অনুরোধ জানা হয়েছে।

১৭ মার্চ চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দীন স্বাক্ষরিত ১২০ সদস্যের একটি ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়, প্রতিষ্ঠাতা সদস্য, গঠনতন্ত্র উপ-পরিষদ সদস্য, আজীবন সদস্য, নির্বাহী পরিষদের সদস্য, সাধারণ সদস্যের সমন্বিত তালিকা (খসড়া ভোটার তালিকা) সাহিত্য একাডেমী, চাঁদপুর-এর গঠনতন্ত্র ১৪-এর ‘ক’ ধারা মোতাবেক প্রকাশ করা হলো।

তালিকায় ১৯৮৬ সাল থেকে বিভিন্ন সময়ে সদস্য হওয়াদের নাম রয়েছে। ভোটার তালিকায় যাঁদের নাম রয়েছে, তারা হলেন।

১. জনাব এস এম শামসুল আলম, চাঁদপুর সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাতা, প্রথম সভাপতি ও আজীবন সদস্য

২. জনাব কাজী শাহাদাত, প্রতিষ্ঠাতা সদস্য, আজীবন সদস্য, সাবেক প্রধান সম্পাদক ও মহাপরিচালক

৩. অধ্যাপক রুহুল আমিন, প্রতিষ্ঠাতা সদস্য

৪. জনাব আবদুল্লাহিল কাফী, প্রতিষ্ঠাতা সদস্য

৫. জনাব আ ত ম আ. মতিন মোল্লা, প্রতিষ্ঠাতা সদস্য

৬. কাজী নজরুল ইসলাম, প্রতিষ্ঠাতা সদস্য

৭. অধ্যাপক ইসমাইল তপাদার, প্রতিষ্ঠাতা সদস্য

৮. জনাব মোহাম্মদ হোসেন খান, প্রতিষ্ঠাকালীন গঠনতন্ত্র উপ-পরিষদ সদস্য

৯. জনাব জীবন কানাই চক্রবর্তী, প্রতিষ্ঠাকালীন গঠনতন্ত্র উপ-পরিষদ সদস্য, সাবেক সহ-সভাপতি

১০. জনাব শ্যামাপদ ঘোষ ভুলু, প্রতিষ্ঠাকালীন গঠনতন্ত্র উপ-পরিষদ সদস্য

১১. জনাব এম এ মাসুদ ভূঁইয়া, প্রতিষ্ঠাকালীন গঠনতন্ত্র উপ-পরিষদ সদস্য ও সাবেক পরিচালক, নির্বাহী পরিষদ

১২. জনাব রণজিত কুমার বণিক, প্রতিষ্ঠাকালীন গঠনতন্ত্র উপ-পরিষদ সদস্য

১৩. জনাব অজয় কুমার ভৌমিক, সাবেক পরিচালক, নির্বাহী পরিষদ

১৪. জনাব মাহবুব আনোয়ার বাবলু, সাবেক সদস্য, নির্বাহী পরিষদ

১৫. জনাব মোরশেদা খানম বেবী, সাবেক সদস্য, নির্বাহী পরিষদ

১৬. জনাব জাহাঙ্গীর আখন্দ সেলিম, সাবেক সদস্য, নির্বাহী পরিষদ

১৭. জনাব সুভাষ চন্দ্র রায়, সাবেক সদস্য, নির্বাহী পরিষদ

১৮. জনাব ফজলুল হক সরকার, সাবেক সদস্য, নির্বাহী পরিষদ

১৯. জনাব ইকবাল বিন বাশার, সাবেক সদস্য, নির্বাহী পরিষদ

২০. জনাব গোলাম কিবরিয়া জীবন, সাবেক সদস্য, নির্বাহী পরিষদ

২১. জনাব জালাল চৌধুরী, সাবেক সদস্য, নির্বাহী পরিষদ

২২. জনাব ইকবাল হোসেন পাটওয়ারী, সাবেক পরিচালক, নির্বাহী পরিষদ

২৩. জনাব সামীম আহমেদ খান, সাবেক সদস্য, নির্বাহী পরিষদ

২৪. জনাব শহীদ পাটওয়ারী সাবেক সদস্য, নির্বাহী পরিষদ

২৫. জনাব ইফতেখারুল আলম মাসুম সাবেক সদস্য, নির্বাহী পরিষদ

২৬. ডা. পীযূষ কান্তি বড়ুয়া সাবেক সদস্য, নির্বাহী পরিষদ

২৭. জনাব এস এম জয়নাল আবেদীন সাবেক সদস্য, নির্বাহী পরিষদ

২৮. জনাব মির্জা জাকির সাবেক সদস্য, নির্বাহী পরিষদ

২৯. জনাব ম. নূরে আলম পাটওয়ারী সাবেক সদস্য, নির্বাহী পরিষদ

৩০. জনাব জাহাঙ্গীর হোসেন, সাধারণ সদস্য (২০১২)

৩১. জনাব শেখ মহিউদ্দিন রাসেল, সাধারণ সদস্য (২০১২)

৩২. জনাব মুহাম্মদ শেখ সাদী (সাদী শাশ্বত), সাধারণ সদস্য (২০১২)

৩৩. জনাব আশিক বিন রহিম, সাধারণ সদস্য (২০১২)

৩৪. জনাব দুখাই মুহাম্মদ, সাধারণ সদস্য (২০১২)

৩৫. জনাব মুহাঃ আবু বকর বিন ফারুক, সাধারণ সদস্য (২০১২)

৩৬. জনাব খান মোঃ মনিরুজ্জামান উজ্জল, সাধারণ সদস্য (২০১২)

৩৭. জনাব মিজানুর রহমান রানা, সাধারণ সদস্য (২০১২)

৩৮. জনাব শ্যামল চন্দ্র দাস, সাধারণ সদস্য (২০১২)

৩৯. জনাব লিটন ভূঁইয়া, সাধারণ সদস্য (২০১২)

৪০. জনাব এ এফ এম ফতেউল বারী রাজা, সাধারণ সদস্য (২০১২)

৪১. জনাব ডাঃ মোঃ আহসান উল্যাহ, সাধারণ সদস্য (২০১২)

৪২. বিএম ওমর ফারুক, সাধারণ সদস্য (২০১২)

৪৩. জনাব অভিজিৎ আচার্যী, সাধারণ সদস্য (২০১২)

৪৪. জনাব খান-ই-আজম, সাধারণ সদস্য (২০১২)

৪৫. জনাব দুলাল চন্দ্র দাস, সাধারণ সদস্য (২০১২)

৪৬. জনাব জহির উদ্দিন বাবর, সাধারণ সদস্য (২০১২)

৪৭. জনাব তপন সরকার, সাধারণ সদস্য (২০১২)

৪৮. জনাব মোঃ হারুন অর রশীদ, সাধারণ সদস্য (২০১২)

৪৯. জনাব মোঃ রফিক আহমেদ মিন্টু, সাধারণ সদস্য (২০১২)

৫০. জনাব গিয়াসউদ্দিন মিলন সাধারণ সদস্য (২০১২)

৫১. জনাব সোহেল রুশদী সাধারণ সদস্য (২০১২)

৫২. জনাব ইকবাল পারভেজ, সাধারণ সদস্য (২০২৪)

৫৩. জনাব শাহাদাত হোসেন শান্ত, সাধারণ সদস্য (২০২৪)

৫৪. জনাব জসীম মেহেদী, সাধারণ সদস্য (২০২৪)

৫৫. জনাব নুরুন্নাহার মুন্নি, সাধারণ সদস্য (২০২৪)

৫৬. জনাব সৌম্য সালেক, সাধারণ সদস্য (২০২৪)

৫৭. জনাব স্বপন ভঞ্জ, সাধারণ সদস্য (২০২৪)

৫৮. জনাব মোঃ সাইদুজ্জামান, সাধারণ সদস্য (২০২৪)

৫৯. জনাব শরীফ মাহমুদ চিশ্তী, সাধারণ সদস্য (২০২৪)

৬০. জনাব সুমন কুমার দত্ত, সাধারণ সদস্য (২০২৪)

৬১. জনাব আবদুল গণি, সাধারণ সদস্য (২০২৪)

৬২. জনাব মাইনুল ইসলাম মানিক, সাধারণ সদস্য (২০২৪)

৬৩. জনাব মোঃ কবির হোসেন মিজি, সাধারণ সদস্য (২০২৪)

৬৪. জনাব এইচ এম জাকির, সাধারণ সদস্য (২০২৪)

৬৫. জনাব মুক্তা পীযূষ, সাধারণ সদস্য (২০২৪)

৬৬. জনাব মনিরা আক্তার, সাধারণ সদস্য (২০২৪)

৬৭. জনাব শাহমুব জুয়েল, সাধারণ সদস্য (২০২৪)

৬৮. জনাব খোকন চন্দ্র মজুমদার, সাধারণ সদস্য (২০২৪)

৬৯. জনাব জাহিদ নয়ন, সাধারণ সদস্য (২০২৪)

৭০. জনাব মাহমুদ হাসান খান, সাধারণ সদস্য (২০২৪)

৭১. জনাব সঞ্জয় দেওয়ান, সাধারণ সদস্য (২০২৪)

৭২. জনাব আরিফ রাসেল, সাধারণ সদস্য (২০২৪)

৭৩. জনাব মোখলেছুর রহমান ভূঁইয়া, সাধারণ সদস্য (২০২৪)

৭৪. জনাব পলাশ কুমার দে, সাধারণ সদস্য (২০২৪)

৭৫. জনাব আবু ইউসুফ, সাধারণ সদস্য (২০২৪)

৭৬. মনিরুজ্জামান বাবলু, সাধারণ সদস্য (২০২৪)

৭৭. জনাব আরিফুল ইসলাম শান্ত, সাধারণ সদস্য (২০২৪)

৭৮. জনাব ফারজানা মুন্নি, সাধারণ সদস্য (২০২৪)

৭৯. জনাব বিথী নন্দী, সাধারণ সদস্য (২০২৪)

৮০. জনাব মোঃ শাহাদাত হোসেন (সৌরভ সালেকীন), সাধারণ সদস্য (২০২৪)

৮১. জনাব মোঃ আরিফ বিল্লাহ, সাধারণ সদস্য (২০২৪)

৮২. জনাব মোঃ কামরুজ্জামান, সাধারণ সদস্য (২০২৪)

৮৩. জনাব শিউলি মজুমদার, সাধারণ সদস্য (২০২৪)

৮৪. জনাব মুহাম্মদ সালাউদ্দীন, সাধারণ সদস্য (২০২৪)

৮৫. জনাব আসাদুল্লাহ কাহাফ, সাধারণ সদস্য (২০২৪)

৮৬. জনাব কাজী সাইফ, সাধারণ সদস্য (২০২৪)

৮৭. জনাব উজ্জ্বল হোসাইন, সাধারণ সদস্য (২০২৪)

৮৮. জনাব বাঁধন চন্দ্র শীল, সাধারণ সদস্য (২০২৪)

৮৯. জনাব হুসাইন মিলন, সাধারণ সদস্য (২০২৪)

৯০. জনাব তাশফীয়া কাফী, সাধারণ সদস্য (২০২৪)

৯১. জনাব খোরশেদ আলম বিপ্লব, সাধারণ সদস্য (২০২৪)

৯২. জনাব জাহিদ হাসান, সাধারণ সদস্য (২০২৪)

৯৩. দেওয়ান মাসুদ রহমান, সাধারণ সদস্য (২০২৪)

৯৪. জনাব আশরাফুজ্জামান কাজী রাসেল, সাধারণ সদস্য (২০২৪)

৯৫. জনাব এম. আর. ইসলাম বাবু, সাধারণ সদস্য (২০২৪)

৯৬. জনাব মানিক দাস, সাধারণ সদস্য (২০২৪)

৯৭. জনাব আলমগীর হোসেন আঁচল, সাধারণ সদস্য (২০২৪)

৯৮. জনাব হাজেরা বেগম, সাধারণ সদস্য (২০২৪)

৯৯. জনাব রাজিব কুমার দাস, সাধারণ সদস্য (২০২৪)

১০০. জনাব কাদের পলাশ, সাধারণ সদস্য (২০২৪)

১০১. জনাব মোঃ আউয়াল হোসেন পাটওয়ারী, সাধারণ সদস্য (২০২৪)

১০২. জনাব মুহাম্মদ হানিফ, সাধারণ সদস্য (২০২৪)

১০৩. জনাব ইমরান শাকির ইমরু, সাধারণ সদস্য (২০২৪)

১০৪. জনাব শাদমান শরীফ, সাধারণ সদস্য (২০২৪)

১০৫. জনাব মোঃ ইয়াছিন দেওয়ান, সাধারণ সদস্য (২০২৪)

১০৬. জনাব সাদ আল-আমিন, সাধারণ সদস্য (২০২৪)

১০৭. জনাব রিয়াজ বেপারী, সাধারণ সদস্য (২০২৪)

১০৮. জনাব ইমরান নাহিদ, সাধারণ সদস্য (২০২৪)

১০৯. জনাব মুহাম্মদ ফরিদ হাসান, সাধারণ সদস্য (২০২৪)

১১০. জনাব মোঃ তাফাজ্জল ইসলাম, সাধারণ সদস্য (২০২৪)

১১১. জনাব মাইনুল তোহা, সাধারণ সদস্য (২০২৪)

১১২. জনাব সাদিয়া হোসেন মাধুরী, সাধারণ সদস্য (২০২৪)

১১৩. জনাব সুধীর বরণ মাঝি, সাধারণ সদস্য (২০২৪)

১১৪. জনাব সাদ্দাম হোসেন, সাধারণ সদস্য (২০২৪)

১১৫. জনাব নূরুল ইসলাম ফরহাদ (অমৃত ফরহাদ), সাধারণ সদস্য (২০২৪)

১১৬. জনাব মোহাম্মদ হাসান খান, সাধারণ সদস্য (২০২৪)

১১৭. জনাব আহনাফ আব্দুল কাদির, সাধারণ সদস্য (২০২৪)

১১৮. জনাব মোঃ আতিকুর রহমান রুবেল, সাধারণ সদস্য (২০২৪)

১১৯. জনাব মোঃ জিহাদ সরকার, সাধারণ সদস্য (২০২৪)

১২০. জনাব রেজাউল করিম, সাধারণ সদস্য (২০২৪)

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়