প্রকাশ : ১৮ মার্চ ২০২৫, ২২:১১
মো. সবুর খান গ্লোবাল এন্ট্রাপ্রেনিউরশিপ নেটওয়ার্ক (GEN) বাংলাদেশের চেয়ারম্যান নিযুক্ত

গ্লোবাল এন্ট্রাপ্রেনিউরশিপ নেটওয়ার্ক (GEN) গ্লোবাল আনুষ্ঠানিকভাবে মো. সবুর খানকে GEN বাংলাদেশের চেয়ারম্যান হিসেবে নিয়োাগ দিয়েছে, যা বাংলাদেশের স্টার্টআপ ও উদ্যোক্তা ইকোসিস্টেমের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই নিয়োগের মাধ্যমে এঊঘ বাংলাদেশ এখন দেশের উদ্যোক্তা, স্টার্টআপ, এবং নতুন ব্যবসা উদ্যোগীদের বিশ্বব্যাপী GEN গ্লোবালের নেটওয়ার্ক এবং সম্পদের সাথে সংযুক্ত করতে কাজ করবে।
এই নিয়োগকে GEN গ্লোবালের প্রেসিডেন্ট জনাথন অর্টমানস অনুমোদন করেছেন এবং GEN গ্লোবালের সিনিয়র প্রতিনিধি মি. পিটার কোমিভস (Peter Komives) এখন GEN বাংলাদেশের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে ড. মো. সবুর খানের সাথে যৌথভাবে কাজ করে বাংলাদেশের উদ্যোক্তা ইকোসিস্টেমকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নত করতে ভূমিকা রাখবেন।
GEN গ্লোবালের প্রেসিডেন্ট জনাথন অর্টমানস ড. সবুর খানের নিয়োগকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে স্বীকৃতি দিয়েছেন। ‘বাংলাদেশের উদ্যোক্তা সম্ভাবনা বিশাল এবং এখন GEN বাংলাদেশের আনুষ্ঠানিক নিবন্ধনের মাধ্যমে আমরা দেশ থেকে নতুন উদ্যোক্তাদের আন্তর্জাতিক পর্যায়ে কাজ করতে দেখার অপেক্ষায় রয়েছেন’ বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
গ্লোবাল এন্ট্রাপ্রেনিউরশিপ নেটওয়ার্ক (GEN)-এর সদরদপ্তর আমেরিকার ওয়াশিংটন ডিসিতে অবস্থিত এবং বিশ্বের ২০০টি দেশে কার্যক্রম পরিচালনা করছে, উদ্যোক্তাদের অর্থনৈতিক উন্নয়ন, গবেষণা, নীতি সহায়তা, এবং বিশ্বব্যাপী সংযোগ প্রদানের মাধ্যমে স্টার্টআপ ইকোসিস্টেমকে শক্তিশালী করছে। এর প্রধান উদ্যোগগুলোর মধ্যে রয়েছে গ্লোবাল এন্ট্রাপ্রেনিউরশিপ উইক (GEN), এন্ট্রাপ্রেনিউরশিপ ওয়ার্ল্ড কাপ (GEN) গ্লোবাল এন্ট্রাপ্রেনিউরশিপ কংগ্রেস (GEN)। এঊঘ এর লক্ষ্য হল ব্যবসা শুরু, প্রসার এবং সাফল্যের জন্য জ্ঞান, সম্পদ, বিনিয়োগের সুযোগ এবং বিশ্বব্যাপী সংযোগ প্রদানের মাধ্যমে সকল পর্যায়ে উদ্যোক্তাদের ক্ষমতায়ন করা। বিস্তারিত জানতে : https://genglobal.org/bangladesh
এঊঘ বাংলাদেশ-এর প্রেসিডেন্ট নিযুক্ত হওয়ায় প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ড. মোঃ সাবুর খান বলেন, ‘উদ্যোক্তা হওয়া শুধু ব্যবসা করা নয়; এটি একটি সমাজ পরিবর্তনের শক্তিশালী মাধ্যম। GEN বাংলাদেশের মাধ্যমে আমরা তরুণ উদ্যোক্তাদের আন্তর্জাতিক পর্যায়ে সংযুক্ত করব এবং তাদের জন্য নতুন সুযোগ তৈরি করব। আমাদের লক্ষ্য বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা উদ্যোক্তাবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করা।’