বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৮ মার্চ ২০২৫, ২১:৩৮

বাগাদীর চাঁদপুর গ্রামে সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণ

অনলাইন ডেস্ক

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ১নং ওয়ার্ডের চাঁদপুর গ্রামে সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণ করা হচ্ছে। এমন সংবাদ জানতে পেরে বাগাদী ইউনিয়ন ভূমি কর্মকর্তা কাজ বন্ধ করে দেন।

জানা যায়, চাঁদপুর গ্রামের বেপারী বাড়ির (বাঁশতলী) মহিলা মাদ্রাসার সামনে সরকারি জায়গায় দোকান নির্মাণ কাজ করা হচ্ছে। খবর পেয়ে সরজমিনে গিয়ে ইউনিয়ন ভূমি কর্মকর্তা কাজ বন্ধ করে দেন। পরে দখলদাররা পুনরায় কাজ শুরু করেন বলে জানা যায়।

এলাকার শাহাদাত বেপারী ও নাহিদ বেপারী দোকান নির্মাণ কাজ করেন বলে স্থানীয়রা জানান। গত বছর এ দোকান পাকা করতে গেলে ইউনিয়ন ভূমি কর্মকর্তা কাজ বন্ধ করে দেয়াসহ দেয়াল ভেঙ্গে দেন। এমনকি সরকারি জায়গায় দোকান নির্মাণ করায় মডেল থানা পুলিশ দখলবাজ শাহাদাত বেপারীকে খুঁজতে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে শাহাদাত বেপারী পালিয়ে যায়। এখন আবার শাহাদাত বেপারী গত ৩/৪ দিন ধরে মাটি ফেলে বাউন্ডারি দেয়াল ভরাট করার কাজ করে আসছে। মঙ্গলবার (১৮ মার্চ ২০২৫) দুপুরে কাজ বন্ধ করে দিলেও সে প্রভাব বিস্তার করে দোকান নির্মাণ কাজ করে আসছেন।

এ ব্যাপারে ইউনিয়ন ভূমি কর্মকর্তা বলেন, সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণ কাজ করার কথা শুনে সেখানে গিয়ে কাজ বন্ধ করে দিয়েছি। পুনরায় যদি কাজ করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়