মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৭ মার্চ ২০২৫, ২১:৫২

কচুয়ার সহদেবপুর পশ্চিম ইউনিয়নে ভিজিএফ-এর চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন

কচুয়ার সহদেবপুর পশ্চিম ইউনিয়নে ভিজিএফ-এর চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন
মো. নাছির উদ্দিন

কচুয়া উপজেলাধীন ৫ নং সহদেবপুর পশ্চিম ইউনিয়নে ভিজিএফ-এর চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় ২০২৪-২৫ অর্থ বছরে গরীব, দুঃস্থ ও অসহায়দের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হবে। সোমবার (১৭ মার্চ ২০২৫) সকালে নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মো. আলমগীর হোসেন ও ট্যাগ অফিসার আব্দুল্লাহ আল মামুন।

চাল বিতরণ কার্যক্রম পরিদর্শনে আসেন কচুয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম ।

এ সময় তিনি জানান, রমজান মাস মানুষ যেন ভোগান্তির শিকার না হয়, তাই এ ইউনিয়নে দুটি কেন্দ্রে ভিজিএফ-এর চাল বিতরণ করা হবে। কেন্দ্রগুলো হলো : দারাশাহী তুলপাই উচ্চ বিদ্যালয় ও নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়।এ ইউনিয়নে সর্বমোট ৩,৬০০ জন উপকারভোগী ভিজিএফ- এর চাল পাবে ।

চাল বিতরণকালে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি গাজী মো. শফিকুর রহমান, ইউনিয়ন জামায়াতের আমির মাও. মো. হেদায়েত উল্লাহ, ইউনিয়ন যুবদলের সভাপতি মো. রুহুল আমিন, যুবদলের সদস্য সচিব আলমগীর হোসেন, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি সাইফুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শামীম প্রধান, পালাখাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, ইউপি সদস্য মো. শাহজালাল শিকদার, মনির হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়