মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৭ মার্চ ২০২৫, ২১:১২

লঞ্চে জন্ম নেয়া শিশুটির আজীবন যাতায়াত ফ্রির ঘোষণা দিলেন মালিক

ডাক্তার রেফার করেছে ঢাকা, কিন্তু পথিমধ্যেই সুস্থ সন্তান জন্ম দিলো সদিয়া

ডাক্তার রেফার করেছে ঢাকা, কিন্তু পথিমধ্যেই সুস্থ সন্তান জন্ম দিলো সদিয়া
অনলাইন ডেস্ক

ফরিদগঞ্জ এবং চাঁদপুর দু জায়গায়ই সরকারি হাসপাতালের চিকিৎসক সাদিয়াকে ঢাকা রেফার করেছেন। চাঁদপুরে নবজাতককে আইসিইউর সাপোর্ট দেয়ার মতো ব্যবস্থা নেই। সে জন্যে সাদিয়াকে ঢাকা রেফার করা হয়। কিন্তু স্রষ্টার কী মহিমা! তিনি যদি কারো প্রতি সদয় হন, যে কোনোভাবেই তাঁর বান্দাকে তিনি সাহায্য করেন। যা সাদিয়ার লঞ্চে সুস্থভাবে সন্তান জন্ম দেয়ার ঘটনাই প্রমাণ করলো। নবজাতক এবং তার মা দুজনেই সুস্থ আছেন। ঘটনাটি ঘটে রোববার (১৬ মার্চ ২০২৫) বোগদাদিয়া-৮ লঞ্চে। চাঁদপুর থেকে ঢাকা যাওয়ার পথে লঞ্চটির ডেকে সাদিয়া আক্তার নামে হাইমচরের ওই যাত্রী কন্যা সন্তান প্রসব করেন। রোববার সন্ধ্যায় শিশুটি জন্ম নেয়।

এদিকে লঞ্চটির মালিক হামিদুল্লাহ সুমন এই খবর জানতে পেয়ে খুশি হয়ে আজীবন ওই শিশুর লঞ্চ ভাড়া ফ্রি করার ঘোষণা দেন। এ তথ্য নিশ্চিত করেছেন লঞ্চের কেরানি মো. দীপু।

সাদিয়া আক্তার হাইমচর উপজেলার ভিঙ্গুলিয়া গ্রামের দিনমজুর জহির খানের স্ত্রী। চিকিৎসার জন্যে তিনি চাঁদপুর থেকে ঢাকা যাচ্ছিলেন।

বোগদাদিয়া-৮ লঞ্চের কেরানি মো. দীপু বলেন, রোববার বিকেল পাঁচটায় এমভি বোগদাদীয়া-৮ লঞ্চটি চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে যাত্রী নিয়ে ঢাকা সদরঘাটের উদ্দেশে রওনা হয়। সন্ধ্যায় লঞ্চটি মুন্সিগঞ্জের কাছাকাছি আসলে তখন নিচতলার ডেকে সাদিয়া আক্তার নামে এক যাত্রীর প্রসব ব্যথা উঠে। তখন আমরা তাকে কেবিনে নিয়ে যাই। সন্ধ্যা ৭টা ৩১ মিনিটের সময় তিনি একটি ফুটফুটে কন্যা সন্তান জন্ম দেন।

দীপু জানান, এই খবর পেয়ে খুশিতে লঞ্চের মালিক হামিদুল্লাহ সুমন শিশুটির জন্যে আজীবন তাঁর লঞ্চে যাতায়াত ফ্রি করে দেয়ার ঘোষণা দেন।

সাদিয়া আক্তারের সঙ্গে ছিলেন তার চাচী শাশুড়ি মৌসুমি বেগম। তিনি জানান, সাদিয়ার প্রসব ব্যথা উঠলে তাকে প্রথমে ফরিদগঞ্জ উপজেলায় একটি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাকে ঢাকায় নেয়ার কথা বলে। তবে তারা সাদিয়াকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্মরত চিকিৎসক জানান, চাঁদপুরে নবজাতকের জন্যে আইসিইউর ব্যবস্থা নেই। এ জন্যে তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসক। সেদিনই বিকেল পাঁচটার লঞ্চে তারা ঢাকার উদ্দেশে রওনা হন। তবে লঞ্চের মধ্যেই সাদিয়া স্বাভাবিকভাবে বাচ্চার জন্ম দিয়েছেন।

মৌসুমি বেগম জানান, রাতে ঢাকায় নেমে সাদিয়াকে একটি হাসপাতালে নেয়া হয়েছিল। পরে রাত ১২টার লঞ্চে করে তারা ঢাকা থেকে হাইমচরে চলে আসেন। এখন নবজাতক ও মা দুজনই সুস্থ আছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়