প্রকাশ : ১৭ মার্চ ২০২৫, ২০:০৬
বর্ণাঢ্য আয়োজনে ইন্টার্যাক্ট ক্লাব অব চাঁদপুরের ১০ম অভিষেক সম্পন্ন
আমরা প্রত্যেকে নিজেদের অবস্থান থেকে সমাজের কল্যাণের জন্যে কাজ করবো
------------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

বর্ণাট্য আয়োজনে চাঁদপুর রোটারী ভবনের ডা. নূরুর রহমান কনফারেন্স হলে ইন্টার্যাক্ট ক্লাব অব চাঁদপুরের ১০ম অভিষেক অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ মার্চ ২০২৫) চাঁদপুর রোটারী ক্লাবের স্পন্সরকৃত ইন্টার্যাক্ট ক্লাব অব চাঁদপুরের ২০২৪-২০২৫ রোটারী বর্ষের অভিষেক অনুষ্ঠিত হয়।
|আরো খবর
অভিষেক অনুষ্ঠানের চেয়ারম্যান অম্লান সাহা শ্যাম পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে ১০ম অভিষেক অনুষ্ঠান ‘ত্রিধারা-২৫’-এর সূচনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম, পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়া ও চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ইন্টা. আবরার ইসলাম আরিয়ান। গীতা পাঠ করেন ইন্টা. অম্লান সাহা। এরপর অতিথিসহ উপস্থিত সকলে বাংলাকে সম্মান জানিয়ে দাঁড়িয়ে জাতীয় সংগীতে অংশগ্রহণ করেন। ইন্টার্যাক্ট প্রত্যয় পাঠ করেন ইন্টা. তাহিমনা আফরিন মিম। জুলাই-আগস্ট বিপ্লবে নিহত সকল শহীদের প্রতি সম্মান জানিয়ে শোক প্রস্তাব গ্রহণ করেন এবং সকলে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।
অতিথি ও রোটায়িানদের ফুলেল শুচ্ছো জানান ইন্টার্যাক্ট ক্লাবের সদস্যরা। অনুষ্ঠানে চাঁদপুর রোটারী ক্লাবের সিনিয়র রোটারিয়ান পিপি সুভাষ চন্দ্র রায়কে ক্লাবের পক্ষ থেকে সম্মাননা জানানো হয়। এরপর নবাগত সভাপতি ইন্টা. সাহিরা নাছিরকে কলার পরিয়ে দেন আইপিপি রোটা. অ্যাড. শরীফ মাহমুদ ফেরদাউস শাহীন ও সভাপতি রোটা. অ্যাড. নজরুল ইসলাম। অতিথি ও রোটারিয়ানদের নিয়ে প্রকাশিত অভিষেক স্মরণিকার মোড়ক উন্মোচন, অতিথি, রোটারিয়ানদের শুভেচ্ছা স্মারক ও উত্তরীয় পরিয়ে বরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, রোটারী, লায়ন, রোটার্যাক্ট ও ইন্টার্যাক্ট ক্লাবের সদস্যরা যে মন্ত্রে দীক্ষিত হয়ে এ ক্লাবের সদস্য হচ্ছেন তার কতোটুকু বাস্তবায়ন করতে পেরেছেন? আপনাদের শপথের বাস্তবায়ন করতে হলে সমাজে সে অনুযায়ী কাজ করতে হবে। আর তাহলে সমাজ আলোকিত হবে, সমাজের মানুষের উপকার হবে। আপনারা যতো বেশি ভালো কাজ করবেন, সমাজ ততো বেশি উপকৃত হবে। আমরা প্রত্যেকে নিজেদের অবস্থান থেকে সমাজের কল্যাণের জন্যে কাজ করবো। তিনি আরো বলেন, আমি আজকে এই অনুষ্ঠানে বড়োদের দাওয়াতে আসিনি। আমি স্কুল ও কলেজগামী এই ছাত্র-ছাত্রীদের আমন্ত্রণে সাড়া দিয়ে এখানে এসেছি। কারণ তাদের অনেকের সাথেই আমার ব্যক্তিগত যোগাযোগ রয়েছে। এই ক্লাবের ইন্টার্যাক্টরা ইনোভেটিভ কাজ করে।
ত্রিধারা-২৫-এর চেয়ারম্যান অম্লান সাহার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সভাপতি রোটা. সুভাষ চন্দ্র রায়, রোটা. অধ্যাপক মো. জাকির হোসেন, রোটা. শেখ মনজুরুল কাদের সোহেল, রোটা. নাছির উদ্দিন খান, আইপিপি রোটা. অ্যাড. শরীফ মাহমুদ ফেরদাউস শাহীন, সভাপতি রোটা. অ্যাড. নজরুল ইসলাম, রোটার্যাক্ট কমিটির চেয়ারম্যান রোটা. উজ্জ্বল হোসাইন, ডিরেক্টর রোটা. বীর মুক্তিযোদ্ধা মহসীন পাঠান, সদস্য রোটা. ফয়সাল আহমেদ বাহার, ইন্টার্যাক্ট ক্লাব অব চাঁদপুরের সাবেক সভাপতি মাহফুজুর রহমান রানা, রোটা. তাজুল ইসলাম, ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের সভাপতি নাছরিন আক্তার, সবাই মিলের প্রতিষ্ঠাতা তানিয়া ইসলাম, বিজয়ী নারী উন্নয়ন সংস্থার তানিয়া ইশতিয়াক খান ও চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের সভাপতি কাজী আজিজুল হাকীম নাহিন। অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন রোটা. পিপি তমাল কুমার ঘোষ, রোটা. মহসীন ভূঁইয়া, রোটা. অ্যাড. মাসুদ হোসেন, ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের সাবেক সভাপতি মাহমুদা খানম, আইপিপি মিতু আক্তার, সেক্রেটারী আফরোজা আক্তার, আইএসও ফাহমিদা খানম, সদস্য অধ্যক্ষ খোদেজা বেগম, চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের সচিব রো. ওয়ায়েদুর রহমান, বিজয়ীর প্রতিষ্ঠাতা আশিক খান, ইন্টা. সাহিরা নাছিরের মা মুন্নী নাছির, ইন্টা. সামীরের বাবা মাইনুল ইসলাম, ইন্টা. অম্লান সাহার বাবা রিপন কুমার সাহা, কুমিল্লা সহ বিভিন্ন স্থান থেকে আগত ইন্টার্যাক্টর, রোটার্যাক্টর, রোটারিয়ান, অতিথি ও সুধীজন।
সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন ইন্টার্যাক্ট ক্লাবের সচিব আল-আবরার ইসলাম আরিয়ান। অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা ও ইফতারে আমন্ত্রণ জানান ইন্টার্যাক্ট ক্লাবের সভাপতি ইন্টা. সাহিরা নাছির।