প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ২২:৫৭
কুমিল্লায় বিপুল ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আমতলী এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মো. রাকিবুল হাসান রিয়াদ (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় আসামীর হেফাজত হতে ৩ হাজার ৭৫০ পিচ ইয়াবা ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।
|আরো খবর
প্রাথমিক অনুসন্ধানের পর র্যাব-১১ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক মো. শহীদুল ইসলাম সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গ্রেপ্তারকৃত আসামী মো. রাকিবুল হাসান রিয়াদ (২৮) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার বালুতুপা গ্রামের মো. জসিম উদ্দিনের ছেলে। সে দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যাব-১১-এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। শনিবার (১৫ মার্চ) রাতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। রিয়াদের বিরুদ্ধে বিভিন্ন থানায় পূর্বে রুজুকৃত মোট ১২টি মামলা রয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১-এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। গত ৫ আগস্ট থেকে এখন পর্যন্ত দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে চাঞ্চল্যকর অপরাধী ৫৩ জন গ্রেপ্তার, হত্যা মামলায় ৭০ জন গ্রেপ্তার, ধর্ষণ মামলায় ৩২ জন গ্রেপ্তার, অস্ত্র সংক্রান্ত মামলায় ৮ জন গ্রেপ্তারসহ ৭৯টি অস্ত্র, ১ হাজার ২৭০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার এবং ২২০ জনের অধিক মাদক কারবারি গ্রেপ্তারসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে র্যাব-১১। পাশাপাশি ৩৬জন অপহরণকারী গ্রেপ্তারসহ ২৫ জন ভিকটিম উদ্ধার এবং ছিনতাইকারী ও ডাকাত ৪৪ জন, জেল পলাতক ৩৩ জনসহ অন্যান্য অপরাধী প্রায় ২২০ জনকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনেছে র্যাব-১১।