সোমবার, ১৭ মার্চ, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ২২:৫০

সভাপতি ফারুক সম্পাদক দিপু

হাইমচর প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

মো. সাজ্জাদ হোসেন রনি।।
হাইমচর প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

হাইমচর উপজেলায় কর্মরত সাংবাদিকদের ঠিকানা হাইমচর প্রেসক্লাব। ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয়ে অদ্যাবধি এ প্রেসক্লাবের কার্যক্রম অব্যাহত রয়েছে। মাঠ পর্যায়ে কর্মরত সাংবাদিকদের বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ দিয়ে ঐক্যবদ্ধ রাখার প্রচেষ্টায় প্রতিষ্ঠালগ্ন থেকে ১ বছর, ২ বছর ও ৩ বছর মেয়াদী কার্যকরী পরিষদ গঠন করা হয়। তারই ধারাবাহিকতায় ২০২৫ সালের কার্যকরী পরিষদ গঠন করা হয়। সভাপতি নির্বাচিত হয়েছেন মো. ফারুকুল ইসলাম ও সাধারণ সম্পাদক হয়েছেন মো. শাহেদ হোসেন দিপু। রোববার (১৬ মার্চ ২০২৫) রোববার বাদ আসর হাইমচর প্রেসক্লাব ভবনে দোয়া ও ইফতার মাহফিলের মাধ্যমে এ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যরা হচ্ছেন : সহ-সভাপতি জি.এম. জহির, খন্দকার আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন ও সাজ্জাদ হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা শরীফ মো. মাছুম বিল্লাহ, অর্থ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সমাজকল্যাণ সম্পাদক মো. মহসিন মিয়া, আইন বিষয়ক সম্পাদক মো. শরীফ হোসেন; নির্বাহী সদস্য : মাওলানা মো. আলী আকবর, মো. মাজহারুল ইসলাম শফিক ও জি.এম ফজলুর রহমান আকাশ।

হাইমচর প্রেসক্লাবে ৫২ জন সম্মানিত সদস্য রয়েছেন। এর মধ্য থেকে ১৫ জনকে বিভিন্ন দায়িত্ব দিয়ে কার্যকরী পরিষদ গঠন করা হয়। ১ বছর মেয়াদী এ কমিটিতে মাঠ পর্যায়ে কর্মরত সাংবাদিকদের অগ্রাধিকার দেয়া হয়েছে। জানা যায়, প্রেসক্লাব সদস্যদের মধ্যে নেতৃত্ব তৈরির প্রচেষ্টায় কার্যকরী কমিটির মেয়াদ এক বছর করা হয়। এক কমিটির সভাপতি ও সম্পাদক পরপর ২ মেয়াদে প্রার্থী হওয়া বা এ পদে আসার সুযোগ পাবেন না। এতে করে নতুন নেতৃত্ব তৈরি হবে বলে মনে করছেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্যগণ। নতুন কমিটির সভাপতি ও সম্পাদক জানান, খুব শীঘ্রই একটি তারিখ নির্ধারণ করে আমরা নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান করবো।

প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রতিষ্ঠাকালীন সভাপতি মাওলানা আলী আকবর বলেন, প্রেসক্লাবে সম্মানিত সদস্যগণ প্রায় সবাই কার্যকরী কমিটিতে পদ পাওয়ার যোগ্য। কার্যকরী পরিষদে এক কমিটিতে সবাইকে রাখা সম্ভব নয়। তবে এক বছর মেয়াদি এ কার্যকরী কমিটিতে পর্যায়ক্রমে সকল সম্মানিত সদস্যই পদ- পদবিতে আসার সুযোগ পাবেন। আমরা চেষ্টা করেছি একটি সক্রিয় ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে কার্যকরী কমিটি ঘোষণা করার। আমাদের প্রতিষ্ঠাতা সদস্যগণ, সভাপতি ও সম্পাদকের সমন্বয়ে দীর্ঘ প্রচেষ্টার পর পরিশ্রমী, কর্মঠ ও মাঠ পর্যায়ে কর্মরত সাংবাদিকদের নিয়ে এ পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়