প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ২০:৪৭
রাজারগাঁওয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত নাবিলের জন্যে দোয়া ও ইফতার মাহফিল

২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকাতে গুলিতে গুরুতর আহত মো. নাবিল হোসেন থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তার রোগমুক্তি কামনায় তার পিতা রাজারগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমান রাজারগাঁও দীনিয়া মাদ্রাসা মাঠে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন। ইফতার মাহফিলে বক্তব্য রাখেন রাজারগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান মো. মফিজুর রহমান, আহত নাবিলের পিতা মো. সিদ্দিকুর রহমান, রাজারগাঁও ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. মো. আনিছুর রহমান ও সহকারী শিক্ষক মাও. মো. নিজাম উদ্দিন। উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি কামরুজ্জামান নেছার, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. হাবীবুর রহমান ঢালী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কাজী মিজানুর রহমান, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মো. বাসার আহাম্মেদ, যুবদল নেতা আলামিন ভূঁইয়াসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও বিভিন্ন পেশাজীবী মানুষ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাও. মো. আনিছুর রহমান।