সোমবার, ১৭ মার্চ, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ১১:৪৭

চাঁদপুরে সাড়ে ৩ লাখের বেশি শিশুকে খাওয়ানো হলো ভিটামিন ‘এ’ প্লাস

মো. মিজানুর রহমান
চাঁদপুরে সাড়ে ৩ লাখের বেশি শিশুকে খাওয়ানো হলো ভিটামিন ‘এ’ প্লাস

''ভিটামিন ‘এ’ খাওয়ান--শিশু মৃত্যুর ঝুঁকি কমান" এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুর জেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৫ সম্পন্ন হয়েছে। শনিবার (১৫ মার্চ ২০২৫) সকালে চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন টিকা কেন্দ্র পরিদর্শন করে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. মো. নুর আলম দীন। অপরদিকে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহাবুবুর রহমান সকালে অত্র হাসপাতালের টিকা কেন্দ্রের সম্মুখে এর শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার ভারপ্রাপ্ত স্যানিটারী ইন্সপেক্টর মো. মাসুদ রানাসহ টিকাদান সংশ্লিষ্ট অংশীজন।

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে চাঁদপুর জেলার মোট ৩ লাখ ৫৭ হাজার ৭শ ৭৯ জন শিশুকে এই ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। সে লক্ষ্যমাত্রা অনুযায়ী জেলায় ১৫ মার্চ,২০২৫  তারিখে  ভিটামিন এ  ক্যাপসুল খাওয়ানো হয়। চাঁদপুর জেলার ৮টি উপজেলার ৯২ ইউনিয়ন ও ২টি পৌরসভা এলাকার ৬ থেকে ১১ মাস বয়সী ৪১ হাজার ৪৩১জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ১৬ হাজার ৩শ ৪৮ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। তবে, যেসব শিশু অসুস্থতা বা অন্যান্য কারণে উপস্থিত হতে পারেনি, তাদের জন্যে পরবর্তীতে টিকা কেন্দ্রগুলোতে পুনরায় ব্যবস্থাগ্রহণ করা হবে বলে জানিয়েছেন  সিভিল সার্জন। ক্যাম্পেইনে স্থায়ী ও অস্থায়ী ২ হাজার ৩৩২টি ইপিআই কেন্দ্রে এ কার্যক্রম পরিচালিত হয়, যেখানে প্রতি কেন্দ্রে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মী, শিক্ষক ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে ৩ জনের টিম ক্যাম্পেইন বাস্তবায়ন করে।

 

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়