প্রকাশ : ১৫ মার্চ ২০২৫, ২০:৫৮
সুলতানাবাদ ইউনিয়নে জামায়াতের ইফতার মাহফিল সম্পন্ন

মতলব উত্তরে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুলতানাবাদ ইউনিয়ন আয়োজিত ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। শনিবার (১৫ মার্চ ২০২৫) বিকেলে টরকী যিননুরাইন মাদরাসা মসজিদে সুলতানাবাদ ইউনিয়নের সুধী সমাজের সম্মানে দোয়া মাহফিল শেষে ইফতার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. মোহাম্মদ আবদুল মোবিন। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী মতলব উত্তর উপজেলার আমীর অধ্যাপক দেওয়ান আবুল বাসার ও সেক্রেটারি মেহেদী হাসান নাজির। জামায়াতে ইসলামী সুলতানাবাদ ইউনিয়ন শাখার সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ছেংগারচর পৌর শাখার সভাপতি মো. রবিউল আলম। এছাড়া আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী সুলতানাবাদ ইউনিয়নের নেতা-কর্মীবৃন্দ।