প্রকাশ : ১৩ মার্চ ২০২৫, ২১:৩০
ন্যাশনাল ডক্টরস্ ফোরামের ইফতার মাহফিল

চাঁদপুরে ন্যাশনাল ডক্টরস্ ফোরামের উদ্যোগে চিকিৎসকদের নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
বৃহস্পতিবার (১৩ মার্চ ২০২৫) সন্ধ্যায় চাঁদপুর শহরের রেড চিলিতে আয়োজিত
ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন এনডিএফ সেন্ট্রাল কমিটির সহ-সভাপতি ডা. মো. মজিবুর রহমান। তিনি বলেন, রমজানের শিক্ষাকে ধারণ করে ডাক্তারদেরকে তাকওয়াভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে। ৫ আগস্ট ২০২৪-এর বিপ্লবকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ পুনর্গঠনে ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ড্যাবের সভাপতি ডা. মো. মোবারক হোসেন চৌধুরী । তিনি তাঁর বক্তব্যে বলেন, দলমতের ঊর্ধ্বে থেকে সবাইকে একসাথে কাজ করতে হবে। ইফতার মাহফিলে
উপস্থিত ছিলেন চাঁদপুর বিএনএসবি চক্ষু হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. মো. আনোয়ার হোসেন শেখ, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহাবুবুর রহমানসহ জেলার শতাধিক চিকিৎসক।