প্রকাশ : ১৩ মার্চ ২০২৫, ২১:২৩
ইউএনওর নির্দেশে বন্ধ
ফরিদগঞ্জে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কেটে বিক্রি

ফরিদগঞ্জ উপজেলার ১নং বালিথুবা ইউনিয়নের সকদী রামপুর আকবর একাডেমি সংলগ্ন জমি থেকে ভেকু দিয়ে মাটি কেটে তা ইটভাটায় বিক্রি করা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে ইউএনও'র নির্দেশে মাটি কাটা বন্ধ করে দেয়া হয়।
|আরো খবর
জানা যায়, সকদী রামপুর গ্রামে
বেহারিপুর (বইলারপুর) পাকা সড়ক সংলগ্ন স্থানের পাশ থেকে মাছের ঝিলের নাম করে প্রতিবছর মাটি বিক্রি করা হয়। এখানে নামমাত্র মাছ চাষ করা হলেও মূল ব্যবসা হচ্ছে মাটি বিক্রি করা। আর এসব মাটি স্থানীয় ইটভাটায় নিষিদ্ধ ট্রাক্টর দ্বারা পরিবহন করার কারণে পাকা সড়ক নষ্ট হয়ে যাচ্ছে।
বুধবার (১২ মার্চ ২০২৫) দুপুরে সরজমিনে গিয়ে ভেকু দিয়ে মাটি কাটতে দেখা যায়। আর এসব মাটি ইটভাটায় নেয়া হয় বলে জানা যায়।
ইউনিয়নের এক প্রভাবশালী নেতার ছত্রছায়ায় ভেকু দিয়ে মাটি কাটার কারণে কেউ ভয়ে মুখ খুলে কথা বলতে সাহস পায়নি। এমদাদ নামে মাটি ব্যবসায়ী মাটি ক্রয় করে তা বিক্রি করে।
এ ব্যাপারে এমদাদ পাটোয়ারী বলেন, আমি মাটি কিনে বিক্রি করি, কার কী?
এ ব্যাপারে ১নং বালিথুবা ইউনিয়নের ভূমি কর্মকর্তা সুমন পাল বলেন, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যার আমাকে জানিয়েছেন। স্যারের নির্দেশে আজ (বুধবার) আমি মাটি কাটা বন্ধ করে দিয়েছি।
এ ব্যাপারে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আমি মাটি কাটার বিষয়ে ব্যবস্থা নিতেছি।