বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৩ মার্চ ২০২৫, ১৯:৩৫

কচুয়ায় পানিতে ডুবে সমবয়সী দুই শিশুর মৃত্যু

কচুয়ায় পানিতে ডুবে সমবয়সী দুই শিশুর মৃত্যু
মো. নাছির উদ্দিন

কচুয়ায় একই পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ ২০২৫) কচুয়া পৌরসভাধীন কড়ইয়া গ্রামের পুকুরে পড়ে দুপুর দেড়টার দিকে পানিতে ডুবে তারা মারা যায়।

নিহত মেহেদী হাছান (৫) কড়ইয়া গ্রামের অটোরিকশা চালক আলমের ছেলে এবং জাবেদ (৫) মাসুদ বাবুর্চির ছোট ছেলে।

নিহত জাবেদের বাবা মাসুদ বাবুর্চি বলেন, দুপুরের দিকে জাবেদ তার সহপাঠীদের সাথে খেলতে যায়। প্রায় দু ঘন্টা যাবৎ তাদের কোনো খোঁজ ছিলো না। এক পর্যায়ে দুপুর দেড়টায় পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে গিয়ে তাদের দুজনকে পানিতে ভেসে উঠতে দেখেন হাছানের ফুফু। এমন দৃশ্যে তিনি চিৎকার করতে থাকেন। তখন আশেপাশের লোকজন আমাদের খবর দেয়। দ্রুত তাদের উদ্ধার করা হয়। তন্মধ্যে দেখি আমার ছেলে মৃত্যুবরণ করেছে। আর হাছানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ বিষয়ে আমার কোনো অভিযোগ নেই।

এ দিকে মেহেদী হাছান ও জাবেদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। হাছানের বাবা অটোরিকশা চালক আলম বলেন, আমার ছেলে মেহেদী হাছান মাসুদ বাবুর্চির ছেলে জাবেদের সাথে খেলা করছিলো। কিছু সময় পর আমার বোন পুকুরে গোসল করতে গিয়ে তাদের দুজনকে পানিতে ভেসে উঠতে দেখে। তার চিৎকার শুনে এলাকার লোকজন আমার ছেলে হাছানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আমারও কোনো অভিযোগ নেই।

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার জাহিদ হোসাইন জানান, মেহেদী হাছান নামে পানিতে ডুবে যাওয়া একজন শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো। হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়