প্রকাশ : ১৩ মার্চ ২০২৫, ১৪:১২
এনআইডির বিশুদ্ধতা রক্ষার্থে হাজীগঞ্জে কর্মবিরতিসহ মানববন্ধন

জাতীয় পরিচয়পত্রের বিশুদ্ধতা রক্ষার্থে হাজীগঞ্জে ২ ঘন্টা কর্মবিরতিসহ মানববন্ধন করেছে উপজেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীগণ।
বৃহস্পতিবার (১৩ মার্চ ২০২৫) উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনকালে উপজেলা নির্বাচন অফিসার ফারুক হোসাইন জানান, আমরা চাই আমাদের অধীন এনআইডি (জাতীয় পরিচয়পত্র) থাকবে, নির্বাচন কমিশন কেন্দ্রের নির্দেশে আমরা আজকে এই মানববন্ধন ও ২ ঘন্টার কমর্মবিরতি করছি। জাতীয় পরিচয়পত্রের তথ্য ভাণ্ডার
কমিশনে গেলে, মানে এটা বাস্তবায়ন হলে এনআইডি তথ্য অন্যত্র চলে যাবে, তাতে করে আমাদের ভোটার তালিকা অরক্ষিত হয়ে পড়বে। এনআইডির নিরাপত্তা থাকবে না। অন্তর্বর্তী সরকারের করা বাতিল আইনকে কেন আবার একটি কমিশনের মাধ্যমে নেয়া হবে? আমরা কোনো কমিশনকে ভোটার তালিকা হাতাতে দেবো না। কমিশনে গেলে ২০০৯ সালে সেনাবাহিনীর মাধ্যমে তৈরি করা বিশাল তথ্য ভাণ্ডারের নিরাপত্তা বিঘ্নিত হবে। কেন্দ্র থেকে আসছে মঙ্গলবার নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী নির্বাচন অফিসার চয়ন চন্দ্র সরকার, অফিস সহায়ক শুক্কুর আলী, ডাটা এন্ট্রি অপারেটর মাহেদুল ইসলাম, নাজমুল ইসলাম শান্ত, নাঈম ইসলাম, সিকিউরিটি স্টাফ আল আমিন, নিরাপত্তা প্রহরী সাবরিনসহ অন্যরা। এ সময় সেবা নিতে আসা সেবাগ্রহীতাগণসহ অন্যরা উপস্থিত ছিলেন।