প্রকাশ : ১৩ মার্চ ২০২৫, ১৩:২৭
দেশব্যাপী সকল ধর্ষণের বিচার ও চাঁদপুরে রোজিনাকে নির্যাতনের প্রতিবাদে ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন

সারাদেশে নারীর শ্লীলতাহানি, হয়রানি বৃদ্ধি, মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও চাঁদপুরের রোজিনাকে নির্যাতনের প্রতিবাদে ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ মার্চ ২০২৫) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা শাখা।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের চাঁদপুর জেলা জয়েন্ট সেক্রেটারী, সাবেক ছাত্রনেতা শাহজামাল গাজী সোহাগ।
তিনি বলেন, দেশব্যাপী যে অরাজকতা সৃষ্টি হয়েছে, অবিলম্বে এগুলো বন্ধ করতে হবে। দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে ধর্ষণকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে। তিনি বলেন, আমরা দেখেছি চাঁদপুরের রোজিনাকে কী অমানবিকভাবে নির্যাতন করা হয়েছে। এসব অন্যায় মেনে নেওয়া যায় না। তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে এসব বাড়তে থাকবে। তাই বর্তমান এই অন্তর্বর্তী সরকারকে এই বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখতে হবে।
তিনি বলেন, আজ যদি ইসলামী অনুশাসন থাকতো, তাহলে মানুষগুলো এতো অনৈতিক কাজ করতে পারতো না। শাসনব্যবস্থার পাশাপাশি আমাদেরকে নীতিবান হয়ে উঠতে হবে। আগামী প্রজন্মকে নৈতিকতা সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে। তবেই দেশে ধর্ষণ, চুরি, ছিনতাই ও হানাহানি থাকবে না।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা সভাপতি নাছির উল্লাহ বাহাদুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হোসাইন আহমেদ বায়েজিদের সঞ্চালনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি ডি. এম. ফয়সাল, সাধারণ সম্পাদক কে. এম. মাসুদুর রহমান, দাওয়াহ সম্পাদক আব্দুল মোতালেব চৌধুরী, চাঁদপুর সরকারি কলেজ ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসাইন, পৌর ছাত্র আন্দোলনের সভাপতি আল আমিন, সদর উপজেলা ছাত্র আন্দোলনের প্রশিক্ষণ সম্পাদক তানভীর আহমদ শফি ও অন্য নেতৃবৃন্দ।