বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১২ মার্চ ২০২৫, ২১:৪৭

চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আউটডোর সেবা বন্ধ রেখে চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

রবিউল হাসান
চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আউটডোর সেবা বন্ধ রেখে চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

পাঁচ দফা দাবিতে আড়াই শ' শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের আউটডোর সেবা বন্ধ রেখে চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেছে।

বুধবার (১২ মার্চ ২০২৫) সকাল থেকে চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, শিক্ষক ও শিক্ষার্থীরা আউটডোর সেবা বন্ধ রেখে মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, ম্যাটস এবং ডিএমএফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হটকারী সিদ্ধান্ত বাতিল করতে হবে এবং এমবিবিএস, বিডিএস ব্যতীত কেউ ডাক্তার লিখতে পারবে না। চিকিৎসকের জন্যে সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে। দ্রুত সময়ে চিকিৎসকের শূন্য পদে চিকিৎসক নিয়োগ করতে হবে।

বক্তারা আরো বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থা উন্নতির লক্ষ্যে ম্যাটস এবং ডিএমএফ বন্ধ করতে হবে। ওটিসি ঔষধ নবায়ন করতে হবে।

অবস্থান কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি হাসপাতালের সামনে থেকে কাজী নজরুল ইসলাম সড়ক প্রদক্ষিণ করে চাঁদপুর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

এদিকে আউটডোর সেবা বন্ধ থাকায় বিপাকে পড়ে চিকিৎসা নিতে আসা রোগীরা।

একাধিক রোগী জানান, চিকিৎসকদের আউটডোর সেবা বন্ধ থাকায় তারা চিকিৎসা নিতে পারছেন না। অনেক দূর থেকে এসে এখন চিকিৎসা ছাড়া ফেরত যেতে হচ্ছে।

অবস্থান কর্মসূচিতে চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক, সহকারী পরিচালক, উপাধ্যক্ষ, অধ্যাপক, কনসালটেন্ট, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক, ইন্টার্ন চিকিৎসক ও বিভিন্ন বর্ষের মেডিকেল শিক্ষার্থীরা অংশ নেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়