প্রকাশ : ১২ মার্চ ২০২৫, ২১:০০
মতলবে ধর্ষণবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মতলব দক্ষিণ উপজেলায় ধর্ষণবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ মার্চ ২০২৫) দুপুরে মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সামনে বাংলাদেশের বিভিন্ন স্থানে শিশু ধর্ষণের প্রতিবাদে সর্বস্তরের শিক্ষার্থী ও সচেতন জনগণের ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
|আরো খবর
বেলা সাড়ে ১১ টার দিকে বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এসে শেষ হয়। শিক্ষার্থীদের "দড়ি লাগলে দড়ি নে, ধর্ষকদের ফাঁসি দে" “আমি কে তুমি কে, আছিয়া, রোজিনা” শ্লোগানে প্রকম্পিত হয়েছে পুরো শহর।
এ সময় বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক খোকন, মতলব সরকারি কলেজের শিক্ষক আইনুন নাহার কাদরী, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাহিদুল ইসলাম কিরণ, সাপ্তাহিক ধনাগোদা বার্তার সম্পাদক ও প্রকাশক আশরাফুল জাহান শাওলিন, ক্রিকেটার হেলাল উদ্দিন, শিক্ষার্থী হাবিবা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সরকারকে শিশু ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। ধর্ষণকারীর জামিন নামঞ্জুর করে বিচারের আওতায় আনতে হবে। এছাড়াও ধর্ষণ প্রমাণিত হলে কোনো অ্যাভভোকেট বা উকিল তার পক্ষে দাঁড়াবেন না।