প্রকাশ : ১২ মার্চ ২০২৫, ১৬:৫৫
আল হেরা ইসলামিক পাঠাগারের ১০ দিনব্যাপী তাফসির মাহফিল সম্পন্ন

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ডের কেন্দ্রস্থল মোল্লার বাজার আল হেরা ইসলামী পাঠাগারের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এ বছরও ১ রমজান থেকে ১০ রমজান পর্যন্ত তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ ২০২৫) বাদ আসর মোল্লা বাজার জামে মসজিদে আখেরি মোনাজাতের মাধ্যমে তাফসির মাহফিল সম্পন্ন হয়।
আল হেরা ইসলামী পাঠাগারের সিনিয়র সহ- সভাপতি অধ্যক্ষ মাওলানা আ.জ.ম. বিলাল হোসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আব্দুল বায়েছের পরিচালনায় ১০ দিনব্যাপী তাফসির মাহফিলে ৩০ জনকে তাফসিরের ওপর সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়। তাফসির মাহফিল পরবর্তী দুই শতাধিক মুসল্লিকে ইফতারি প্রদান করা হয়। ১০ দিনব্যাপী মাহফিলে তাফসির পেশ করেন নাঙ্গলকোট আফসারুল উলুম কামিল মাদ্রাসার প্রধান মুফতী মাওলানা মহিউদ্দিন শাহপুরী, শাহতলী কামিল মাদ্রাসার মুহাদ্দিস ইব্রাহিম খলিল, শাহতলী জিলানী চিশতী কলেজের অধ্যাপক সোহেল আহমেদ চিশতী, ইচুলী বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল বাকী, ওয়্যারলেস বাজার কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা দ্বীন ইসলাম চাঁদপুরী, শাহতলী কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা নাজির হোসাইন, বাকিলা ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওলানা আল আমিন হোসাইন, মালিগাঁও বাজার কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা মামুন হোসাইন চাঁদপুরী, মাওলানা পিএম গিয়াস উদ্দিন আজম প্রমুখ।