রবিবার, ০৯ মার্চ, ২০২৫  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৮ মার্চ ২০২৫, ১৯:২৬

সভাপতি আফজাল খান, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, সাংগঠনিক মহিউদ্দিন বকাউল

টিসিবি চাঁদপুর জেলা ডিলার সমিতির কমিটি গঠন

টিসিবি চাঁদপুর জেলা ডিলার সমিতির কমিটি গঠন
অনলাইন ডেস্ক

চাঁদপুরে ১০ সদস্য বিশিষ্ট জেলা টিসিবি ডিলার সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (৮ মার্চ ২০২৫) সকাল ১১টার সময় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে টিসিবির সার্বিক কার্যক্রম সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। বক্তব্য রাখেন টিসিবি কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক মামুন অর রশিদ গাজী ও এনডিসি আসাদুজ্জামান সরকার। সভায় স্মার্ট কার্ড ব্যতীত টিসিবির পণ্য না দেয়ার জন্যে বলা হয়। সভায় প্রায় পঞ্চাশের অধিক টিসিবির ডিলার উপস্থিত ছিলেন।

এই সভাশেষে টিসিবির চাঁদপুর জেলা ডিলার সমিতি গঠনকল্পে সকল ডিলারের উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কার্যালয়ের গোলঘরে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতভাবে টিসিবি চাঁদপুর জেলা ডিলার সমিতি গঠন করা হয়।

সমিতির নবনির্বাচিত সভাপতি হলেন মো. আফজাল খান, সাধারণ সস্পাদক মো. মোস্তফা কামাল ও সাংগঠনিক সস্পাদক মো. মহিউদ্দিন বকাউল । বাকি ৭ সদস্যের নাম আলোচনার ভিত্তিতে করা হবে বলেন জানান কমিটির সদস্যবৃন্দ।

সভায় ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদও গঠন করা হয়। উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন : মো. গোলাম মোস্তফা, জিল্লুর রহমান সিদ্দিকী, আলাউদ্দিন বকাউল, বিল্লাল মিয়াজী ও সাফায়েত উল্লাহ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়