প্রকাশ : ০৮ মার্চ ২০২৫, ১৬:৪০
কর্মক্ষেত্রে নারীকে সমান অধিকার দিতে হবে
চাঁদপুর জেলা মহিলা গণফোরামের আলোচনা সভায় অ্যাড. সেলিম আকবর

নারীর অধিকার ও মর্যাদা সুনিশ্চিত করার লক্ষ্যে প্রতিবন্ধকতা দূর করতে ঐক্যবদ্ধ হোন' এ স্লোগানকে সামনে রেখে চাঁদপুর জেলা মহিলা গণফোরামের আয়োজনে নারী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার (৮ মার্চ ২০২৫) দুপুরে চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত সড়কস্থ চাঁদপুর জেলা গণফোরাম কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা গণফোরামের সভাপতি অ্যাড. সেলিম আকবর।
তিনি তাঁর বক্তব্যে বলেন, কর্মক্ষেত্রে নারীর সমান অধিকার দিতে হবে। বাংলাদেশের জনসংখ্যার অধেক হচ্ছে নারী। নারীরা কৃষিক্ষেত্রে, সাংসারিক ক্ষেত্রে ও পারিবারিক জীবনে যে অবদান রাখে, আমাদের সমাজ তা যথার্থভাবে মূল্যায়ন করে না।
নারীরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সারাদিন সংসারের কাজকর্ম, সন্তান পালন, পরিবারের সদস্যদের সেবা করা ইত্যাদি কাজ করে থাকেন। এ সমস্ত কাজে যদি বেতন ধরা হতো তাহলে পুরুষরা যে কাজ করে তারা সেই পরিমাণ বেতনই পেতো।
তিনি আারো বলেন, নারীর প্রতি সহিংসতা কমাতে দারিদ্র্য ও বৈষম্য নিরসন এবং গণসচেতনতামূলক শিক্ষা কার্যক্রম জোরদার করতে হবে। বাংলাদেশে নারীর প্রতি সহিংসতা একটি প্রধান সামাজিক সমস্যা। বিভিন্ন উপায়ে ও আকারে প্রতিনিয়তই এটি বাড়ছে। এটি একটি দুঃখজনক সত্য যে, এ ধরনের সহিংসতার কারণে প্রতি বছর অসংখ্য নারী নিহত হচ্ছেন। কারণ তারা খোলাখুলি এ বিষয়ে কথা বলতে পারে না বা তাদের কথা বলতে দেওয়া হয় না। নির্যাতনের পরও তাদের চাপের মধ্যে থাকতে হয়।
চাঁদপুর জেলা মহিলা গণফোরামের সভাপতি অ্যাড.
জেসমিন আক্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিল্পী বেগমের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা গণফোরামের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক হাজী আশরাফ বাবু, চাঁদপুর শহর গণফোরামের সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সুমন, সাংস্কৃতিক সম্পাদক মমিনুর রহমান মিন্টু, শহর মহিলা গণফোরামের সভানেত্রী মাকসুদা বেগম, সাধারণ সম্পাদিকা শাহিনা বেগম, সদস্য নাজমা বেগম, রুমা বেগম প্রমুখ।