বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৭ মার্চ ২০২৫, ২১:১৬

অভাবের তাড়নায় অসুস্থ দিনমজুর যুবকের আত্মহনন

অভাবের তাড়নায় অসুস্থ দিনমজুর যুবকের আত্মহনন
আলমগীর কবির

হাজীগঞ্জের রাজারগাঁও ইউনিয়নে অভাবের তাড়নায় মো. শামসুদ্দীন খান (৪০) নামে এক অসুস্থ দিনমজুর যুবক আত্মহত্যা করেছেন। অসুস্থতায় ওষুধ কেনাসহ পারিবারিক নানা চাহিদা মেটাতে না পারায় শুক্রবার (৭ মার্চ ২০২৫) দুপুরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ এসে ঘর থেকে নিহতের লাশ উদ্ধার করে।

শামসুদ্দীন খান উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের রাজারগাঁও বাজারস্থ খান বাড়ির মো. আবারিন খানের ছেলে। অসুস্থতায় চিকিৎসা ও সাংসারিক খরচ ব্যয়সহ পারিবারিক নানা চাহিদা মেটাতে না পেরে তিনি মানসিকভাবে ভেঙ্গে পড়ে আত্মহননের পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

পারিবারিক সূত্রে জানা যায়, শামসুদ্দীন খান পেশায় একজন দিনমজুর। যখন যে কাজ পেতেন, সেই কাজ করতেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ। কাজ করে চলতো তার চিকিৎসা ও সংসারের ব্যয়। কিন্তু অসুস্থতার কারণে তিনি ঠিকমতো কাজ করতে না পারায় অভাব ছিলো তার নিত্যদিনের সঙ্গী। যার কারণে তিনি ঠিকমতো নিজের চিকিৎসা করাতে পারেননি। অপরদিকে সাংসারিক ও পারিবারিক খরচ মিটাতে হিমশিম খেতেন। অভাবের কষ্ট সইতে না পেরে অভিমানে শুক্রবার দুপুরে নিজ বসতঘরের আড়ার সঙ্গে গালায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

নিহতের স্ত্রী জানান, তিনি ভেবেছিলেন তার স্বামী (শামসুদ্দীন খান) জুমআর নামাজ আদায় করতে মসজিদে গিয়েছেন। তিনি পুকুর থেকে ঘরে এসে চেয়ার দেখতে পাননি। এ সময় চেয়ার খুঁজতে গিয়ে দেখেন তার স্বামী ঘরের আড়ার সাথে ঝুলে আছেন। নিহতের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, নিহতের মরদেহ উদ্ধারপূর্বক সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়