মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৭ মার্চ ২০২৫, ১৮:৫০

ব্যবসায়ীদের সংবাদ সম্মেলনে প্রতিকার দাবি

গল্লাক বাজারে পাবলিক টয়লেট নির্মাণে বাধার অভিযোগ

গল্লাক বাজারে পাবলিক টয়লেট নির্মাণে বাধার অভিযোগ
ফরিদগঞ্জ ব্যুরো

ফরিদগঞ্জের গুপ্টি পূর্ব ইউনিয়নের বৃহৎ গল্লাক বাজার ব্যবসায়ীদের স্বার্থে পাবলিক টয়লেট নির্মাণ কাজে বাধা দেয়ার অভিযোগ উঠেছে। বাধ্য হয়ে বাজার ব্যবসায়ীদের পক্ষে ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন করে দ্রুত এর সুরাহা চেয়েছেন। শুক্রবার (৭ মার্চ ২০২৫) দুপুরে ফরিদগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন গল্লাক বাজার ব্যবসায়ী কমিটির আহ্বায়ক মো. ইমান হোসেন।

বক্তব্যে তিনি বলেন, বাজারের সকল ব্যবসায়ী ও ক্রেতাগণের ব্যবহারের জন্যে কোনো পাবলিক টয়লেট নেই। ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা বাজারের উত্তর মাথায় সম্পূর্ণ আধুনিক পরিবেশবান্ধব পাবলিক টয়লেট নির্মাণের উদ্যোগ গ্রহণ করে।

ডাস্টবিনে পরিণত পরিত্যক্ত খেয়াঘাটে এই পাবলিক টয়লেট নির্মাণ কাজ শুরু হলেও জনৈক মহিনদ্দিন ব্যক্তিস্বার্থের কারণে সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করে নির্মাণ কাজ বাধাগ্রস্ত করছে। ইতিপূর্বে বাধাদানকারীরাই খেয়াঘাট থাকাকালীন অবস্থায় ঘাটের একটি অংশ জোরপূর্বক দখল করে নেয়। এখন তারা আবারো সেই খেলায় মেতেছে। তাই বাধ্য হয়ে আমরা বাজার ব্যবসায়ীদের বৃহত্তর স্বার্থে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে গল্লাক বাজার ব্যবসায়ী কমিটির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, হোসেন মুন্সি, মো. হারুনুর রশিদ, তোফায়েল আহম্মদসহ অন্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়