প্রকাশ : ০৬ মার্চ ২০২৫, ১৯:৪০
আল-আমিন এতিমখানা কমপ্লেক্সে এতিমদের সম্মানে ইফতার মাহফিল

চাঁদপুর পৌরসভার ১২নং ওয়ার্ডের বঙ্গবন্ধু সড়কস্থ উত্তর গুণরাজদী আল-আমিন এতিমখানা কমপ্লেক্স, আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ ও আল-আমিন মাদ্রাসার যৌথ আয়োজনে এতিমদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ ২০২৫, ৫ রমজান) বাদ আসর আয়োজিত এ ইফতার মাহফিলে দোয়া মোনাজাত করেন এতিমখানা কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মাও. মো. আবদুর রহমান গাজী। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের গুণরাজদী শাখার ইনচার্জ মো. নাছির উদ্দিন, আল-আমিন মাদ্রাসার সুপার মাও. আজম বেলাল হোছাইন, এতিমখানার তত্ত্বাবধায়ক হাফেজ মাও. আশরাফ আলী প্রমুখ।
ইফতারে এতিমখানা নিবাসী ছাত্র এবং স্কুল ও মাদ্রাসার ছাত্ররা অংশ নেন।