প্রকাশ : ০৬ মার্চ ২০২৫, ১৯:৩৫
হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভা ও ইফতার মাহফিল

হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভা, বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভাপতি হাসান মাহমুদের সভাপ্রধানে বৃহস্পতিবার (৬ মার্চ ২০২৫) বিকেলে হাজীগঞ্জ বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার আরিফের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করেন প্রেসক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক মনজুর আলম পাটওয়ারী ও গীতা পাঠ করেন অমর দাস। এরপর প্রয়াত সদস্যদের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কাজী হারুন অর রশিদ। সভায় বক্তব্য রাখেন উপস্থিত সদস্যবৃন্দ।
সভাশেষে বার্ষিক দোয়া, ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য কাজী শাহাদাত, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ইমাম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক এমএ রহিম পাটওয়ারী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাও. মোজাম্মেল হক মজুমদার পরান প্রমুখ।
অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর উপজেলা আমীর বিএম কলিমুল্লাহ ভূঁইয়া, বড়কুল পূর্ব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাও. আবু জাফর ছিদ্দিকী, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আকতার হোসেন দুলাল, উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল সুমন প্রমুখ।
জাহিদ হাসানের উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আশেকুর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বিন আখতার, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিলন, ইউসুফ প্রধানীয়া সুমন ও মজিবুর রহমান মজিব। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীজন, প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্য ও পত্রিকা বিলিকারকরা উপস্থিত ছিলেন।