প্রকাশ : ০৬ মার্চ ২০২৫, ১৭:০৭
রাত জেগে সড়কে পুলিশ সুপারের অবস্থান

পবিত্র মাহে রমজানের নিরবচ্ছিন্ন নিরাপত্তা ব্যবস্থা তদারকি করতে রাত জেগে জেলার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। বুধবার (৫ মার্চ ২০২৫) গভীর রাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের কার্যক্রম স্বচক্ষে দেখতে রাত দেড়টায় শাহরাস্তি উপজেলার কালিয়াপাড়া এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি চুরি- ডাকাতি বন্ধে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। নিজে দাঁড়িয়ে থেকে গাড়ি তল্লাশি ও চেকপোস্টের অগ্রগতি তদারকি করেন। প্রায় আধঘন্টা ধরে কালিয়াপাড়া বাজারে অবস্থান নিয়ে সাংবাদিকদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
তিনি জানান, চাঁদপুরের আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। রমজানে সাহরি পর্যন্ত জনগণের নিরাপত্তায় সজাগ থাকবে পুলিশ। যে কোনো সময়ে জনগণকে পুলিশের সেবা গ্রহণের আহ্বান জানান তিনি।
পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে জনগণ যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে সেই লক্ষ্যে পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশনায় গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হয়েছে ও টহল জোরদার করা হয়েছে। তিনি বলেন, পুলিশের পক্ষ হতে স্কটের ব্যবস্থা করা হয়েছে, কেউ যদি মানি স্কট চায় তাহলে আমরা মানি স্কট দিতে প্রস্তুত রয়েছি। এ সময় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) রেজওয়ানা সাঈদ জিকু।