প্রকাশ : ০৬ মার্চ ২০২৫, ১৪:০১
রমজানে সড়ক-মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক জেলা পুলিশের মতবিনিময় সভা

পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদপুরের সড়ক-মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা ও নিরাপত্তা নিশ্চিত করতে চাঁদপুর জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ মার্চ ২০২৫) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপ্রধান ছিলেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। সভায় সড়ক-মহাসড়কে যানজট নিয়ন্ত্রণ, দুর্ঘটনা প্রতিরোধ, নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভাটি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান সঞ্চালনা করেন।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পরিবহন মালিক-শ্রমিক সমিতির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল প্রতিনিধিগণ। সভায় সকলের সম্মিলিত প্রচেষ্টায় পবিত্র রমজান মাসে সড়ক-মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।