বৃহস্পতিবার, ০৬ মার্চ, ২০২৫  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ মার্চ ২০২৫, ১৯:৩৭

চাঁদপুর শহরে ভ্রাম্যমাণ ট্রাকে স্বল্প মূল্যে টিসিবির বিভিন্ন পণ্য বিক্রি শুরু

স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরে ভ্রাম্যমাণ ট্রাকে   স্বল্প মূল্যে  টিসিবির বিভিন্ন পণ্য বিক্রি শুরু
চাঁদপুর শহরে টিসিবির ট্রাক- সেলের মাধ্যমে স্বল্প মূল্যে বিভিন্ন পণ্য সরবরাহ কার্যক্রম উদ্বোধন করছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

চাঁদপুর শহরের বিভিন্ন স্পটে বুধবার (৫ মার্চ ২০২৫) থেকে টিসিবির ট্রাক-সেল (স্বল্প মূল্যে বিভিন্ন পণ্য বিক্রি) শুরু হয়েছে। জনস্বার্থে এ কার্যক্রম এক মাসব্যাপী চলমান থাকবে। যেখানে পাওয়া যাবে ভোজ্য তেল, মসুরির ডাল, ছোলা, চিনি ও খেজুর।

জেলা প্রশাসক, চাঁদপুর মোহাম্মদ মোহসীন উদ্দিন টিসিবির ট্রাক- সেল কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেন। বুধবার সকাল ১০টা হতে চাঁদপুর জেলা শহরের বিভিন্ন স্পটে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে টিসিবি'র ডিলারের মাধ্যমে টিসিবি'র নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় করা হচ্ছে। এসব পণ্য যে কোনো ভোক্তা সরকার কর্তৃক ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর সাশ্রয়ী মূল্যে কিনতে পারবে। ট্রাকের লাইনে দাঁড়ানো একজন ভোক্তা সর্বোচ্চ দু লিটার সয়াবিন তেল বা রাইসব্রান তেল, দু কেজি মসুরির ডাল, এক কেজি চিনি, দু কেজি ছোলা ও ৫০০ গ্রাম খেজুর কিনতে পারেন। প্রতি লিটার ভোজ্যতেল ১০০ টাকা, প্রতি কেজি মসুরির ডাল ৬০ টাকা, প্রতি কেজি চিনি ৭০ টাকা, প্রতি কেজি ছোলা ৬০ টাকা ও ১৫৬ টাকা কেজি দরে ৫০০ গ্রাম খেজুর ৭৮ টাকা। বিদ্যমান বাজার মূল্যের তুলনায় টিসিবি থেকে এসব পণ্য কিনে প্রায় ৪০০ টাকা সাশ্রয় করতে পারেন ক্রেতারা। তাই টিসিবির ট্রাক থেকে পণ্য কিনতে লাইন দীর্ঘ হচ্ছে। চাঁদপুর শহরের কয়েকটি স্পট ঘুরে পাওয়া গেছে এসব তথ্য।

চাঁদপুর শহরে টিসিবির পণ্য ট্রাকে বিক্রির স্পটগুলো হচ্ছে : পুরান বাজার ডিগ্রি কলেজ সড়ক, চাঁদপুর

ডিসি অফিসের সামনে,

ওয়্যারলেস বাজার,

নতুন বাজার পৌর অডিটরিয়ামের সামনে, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে ।

ডিলারগণ হলেন : মো. শাহাদাৎ বেপারী, শাহাদাৎ এন্টারপ্রাইজ, ০১৮৫১২২৪১১০; মো. আলা উদ্দিন বকাউল,

লোহারপুল, পুরাণবাজার,

বকাউল স্টোর, ০১৬৭০৯০৮১২৭;

মো. আমির হোসেন ফেরদৌস,

মেসার্স আফিজ উদ্দিন এন্টারপ্রাইজ, ০১৬৮৭২৮৪৬৫৬; টুটন বণিক, মেসার্স লক্ষ্মী ভান্ডার,

০১৭১০৮০৬৫৫০; মো. শামসুল হক প্রধানীয়া,

মেসার্স প্রধানীয়া এন্টারপ্রাইজ, ০১৮১৬৮০০১৯১।

উল্লেখ্য, নিম্ন আয়ের মানুষের সুবিধা নিশ্চিত করতে বুধবার (৫ মার্চ ২০২৫) থেকে চাঁদপুরসহ ৬৪ জেলায় ট্রাকযোগে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর পণ্য বিক্রি শুরু করা হয়।

রোববার (২ মার্চ ২০২৫ ) স্মার্ট কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় সংক্রান্ত এক ভার্চুয়াল সভা করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ওই সভায়

জেলা প্রশাসকদের উদ্দেশে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, এক কোটি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে টিসিবির পণ্য পৌঁছে দিতে চাই। প্রকৃত উপকারভোগী নির্বাচনে জেলা প্রশাসকদের ভূমিকা রাখতে হবে। চলতি মাসের ১৭ তারিখের মধ্য সকল উপকারভোগীকে স্মার্ট কার্ড পৌঁছে দিতে জেলা প্রশাসকদের আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

জেলা প্রশাসকদের উদ্দেশ্যে তিনি বলেন, ৫৭ লাখ উপকারভোগী স্মার্ট কার্ডের মাধ্যমে পণ্য পাবে। যাদের এখনও স্মার্টকার্ডের কার্যক্রম শেষ হয়নি, কিন্তু তালিকায় নাম আছে তারাও পণ্য পাবে। এছাড়া ৬৪ জেলায় ট্রাক- সেলের মাধ্যমে সর্বসাধারণের মাঝে ৫ মার্চ থেকে পণ্য সরবরাহ করা হবে। তিনি বলেন, রমজানে কেউ যাতে মজুতদারি করতে না পারে জেলা প্রশাসকদের সেদিকে লক্ষ্য রাখতে হবে। একই সঙ্গে ভোক্তারা যেন পুরো মাসের বাজার না করে সে বিষয়ে অনুপ্রাণিত করতে হবে। একসঙ্গে পুরো মাস বা সাত দিনের পণ্য কিনলে সরবরাহ সংকটে কেউ কেউ দাম বাড়িয়ে নেয়।

তিনি আরও বলেন, আমরা ন্যায় প্রতিষ্ঠা করতে চাই। কারো প্রতি জুলুম করা হবে না, তবে কেউ জুলুম করলে তাকে ছাড় দেয়া হবে না। অন্যায় প্রতিরোধে জেলা প্রশাসকদের সর্বশক্তি প্রয়োগ করতে হবে।

সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার একদম প্রাথমিক ধাপ টিসিবির ন্যায় সামাজিক নিরাপত্তা ব্যবস্থার উপকারভোগী নির্বাচন করা উল্লেখ করে তিনি বলেন, এটা নিশ্চিত করতে পারলে মানুষের মধ্যে আপনাদের (জেলা প্রশাসকদের) গ্রহণযোগ্যতা বাড়বে। মানুষ আপনাদের সম্মান দিবে।

এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, অতিরিক্ত সচিব (রফতানি) মো. আব্দুর রহিম খান, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়