বুধবার, ০৫ মার্চ, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৪ মার্চ ২০২৫, ২০:৫৯

৮ মার্চের মধ্যে বন্ধ না করলে আইনানুগ ব্যবস্থা

চাঁদপুরের সকল অবৈধ ইটভাটা বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত

চাঁদপুরের সকল অবৈধ ইটভাটা বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত
অনলাইন ডেস্ক

লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটার বিষয়ে প্রশাসন হার্ডলাইনে। আর কোনো ছাড় নেই। এবার গুঁড়িয়ে দেয়া হবে সকল অবৈধ ইটভাটা। ৮ মার্চের আল্টিমেটাম দেয়া হয়েছে ইটভাটা মালিকদের। এর মধ্যে নিজ উদ্যোগে লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটা বন্ধ না করলে প্রশাসন উদ্যোগী হয়ে সেগুলো বন্ধ করে দিবে এবং গুঁড়িয়ে দিবে। পাশাপাশি মালিক পক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মহামান্য হাইকোর্টের নির্দেশনার আলোকে জেলা প্রশাসন থেকে এই কঠিন সিদ্ধান্ত নেয়া হয়। ১৭ মার্চের মধ্যে এই জেলার সকল অবৈধ ইটভাটা বন্ধ বা গুঁড়িয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয় জেলা প্রশাসনের সভায়।

মহামান্য হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসন, চাঁদপুর এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে সোমবার (৩ মার্চ ২০২৫) চাঁদপুর জেলার ইটভাটা মালিকদের নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অবহিতকরণ সভার আয়োজন করা হয়।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন সভাপতিত্ব করেন। সভায় উপস্থিত সংশ্লিষ্টদের হাইকোর্টের নির্দেশনার বিষয়ে বিস্তারিত অবহিত করেন এবং বিজ্ঞ আদালতের নির্দেশনার আলোকে আগামী ৮/৩/২০২৫ তারিখের মধ্যে সকল অবৈধ ইটভাটা বন্ধ করে দেয়ার নির্দেশনা প্রদান করা হয়। অন্যথায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে সভায় জানানো হয়।

উল্লেখ্য, পরিবেশ মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকদের কাছে পাঠানো চিঠিতে দেশের সকল অবৈধ ইটভাটা বিশেষ করে অধিক ক্ষতিকর ইটভাটা অগ্রাধিকার ভিত্তিতে বন্ধ করতে বলা হয়েছে। কোনো লাইসেন্স ছাড়াই নতুন করে গড়ে ওঠা ইটভাটাগুলোর বিরুদ্ধে এনফোর্সমেন্ট কার্যক্রম জোরদার করতে বলা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়