সোমবার, ০৩ মার্চ, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০২ মার্চ ২০২৫, ২২:০৩

কচুয়ায় কাদিরখিল সমাজকল্যাণ যুব সংঘের ইফতার সামগ্রী বিতরণ

কচুয়ায় কাদিরখিল সমাজকল্যাণ যুব সংঘের ইফতার সামগ্রী বিতরণ
মো. নাছির উদ্দিন

কচুয়া উপজেলার সহদেবপুর পশ্চিম ইউনিয়নের কাদিরখিল সমাজকল্যাণ যুব সংঘের উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি ২০২৫) কাদিরখিল পূর্ব পাড়া বাইতুন নূর জামে মসজিদের সামনে মাহে রমজান উপলক্ষে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। শতাধিক পরিবারের মাঝে খেজুর, ছোলা, চিনি, মুড়ি, ডাল ও তেলসহ অন্যান্য ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

সংগঠনের সভাপতি মোহাম্মদ উল্লাহ মুন্সির সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আবুল খায়ের দেওয়ানের পরিচালনায় বক্তব্য রাখেন কাদিরখিল সমাজকল্যাণ যুব সংগঠনের উপদেষ্টা সদস্য কাজী আহমদ উল্লাহ (মিজান)।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ফরহাদ প্রধানীয়া, সহ-সভাপতি আব্দুর রহিম সরকার, হানিফ প্রধানীয়া, লিটন দরবেশ, কাউছার সিকদার, সহ-সম্পাদক রাসেল প্রধান।

এ সময় সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিলেন।

ইফতার সামগ্রী বিতরণ শেষে এক প্রতিক্রিয়ায় সংগঠনের সভাপতি মোহাম্মদ উল্লাহ মুন্সী বলেন, সমাজের অসহায় মানুষের পাশে থেকে কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। কাদিরখিল সমাজকল্যাণ যুব সংগঠনটি প্রতিনিয়ত সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও আমাদের সংগঠনের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

যুগ্ম সাধারণ সম্পাদক আবুল খায়ের দেওয়ান বলেন, প্রতিবন্ধী, অসচ্ছল-ব্যক্তিদের আর্থিক সহায়তা, দরিদ্র-মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, এতিমদের পড়াশোনায় আর্থিক সহযোগিতা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের আর্ত-মানবতার সেবায় সংগঠনটি সবসময় নিয়োজিত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়