রবিবার, ০২ মার্চ, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০১ মার্চ ২০২৫, ১৮:১০

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার

মো. নাছির উদ্দিন
শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার
কচুয়ায় শিশু ধর্ষণের চেষ্টার দায়ে গ্রেফতার মসজিদের ইমাম আব্দুল মান্নান।

কচুয়ায় ১১ বছরের এক শিশুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করায় আব্দুল মান্নান নামের এক মসজিদের ইমামকে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ। শনিবার (১ মার্চ ২০২৫) কাদলা ইউনিয়নের সাহাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন কচুয়া থানার উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন।

শনিবার বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন কচুয়া থানার অফিসার ইনচার্জ মো.আজিজুল ইসলাম।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, সাহাপুর গ্রামে ১১ বছরের এক শিশুকে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে সাহাপুর ছোট মসজিদের ইমাম আব্দুল মান্নান। পরে পরিবারের পক্ষ থেকে ভুক্তভোগীর মা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০২০)-এর ৯(৪)(খ) আইনে মামলা দায়ের করেন।

বিকেলে পুলিশি পাহারায় আসামীকে চাঁদপুর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এদিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোশাররফ হোসেন জানান, এ বিষয়ে মামলা করা হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসামীর সর্বোচ্চ শাস্তির দাবি করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়