প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১৪
মাঝিগাছা এমএম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

কচুয়ার মাঝিগাছা এমএম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মামুন অর রশিদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আবদুল মান্নান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার কেএম সোহেল রানা, বিশিষ্ট সমাজসেবক, বিদ্যালয়ের সাবেক সভাপতি এসএম ইউসুফ মিয়াজী, বিদ্যালয়ের দাতা সদস্য ও ইকরা মডেল একাডেমীর প্রতিষ্ঠাতা আলমগীর চৌধুরী, কচুয়া বার্তার সম্পাদক মো. আলমগীর তালুকদার ও শিকড় সংবাদ পত্রিকার সম্পাদক জিসান আহমেদ নান্নু। আরো বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক কাঞ্চন চন্দ্র ভৌমিক, সহকারী শিক্ষক শরীফুল ইসলাম, বিএনপি নেতা মো. মহিউদ্দিন চৌধুরী, শামীম মিয়াজী, ছাত্রদল নেতা তাজুল ইসলাম, এজাজ আহমেদ, তাজুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।