শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২০

বলাখাল চন্দ্রবান বালিকা উবি'র বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বলাখাল চন্দ্রবান বালিকা উবি'র বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
কামরুজ্জামান টুটুল

হাজীগঞ্জ পৌর এলাকার ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী এবং মেধাবী শিক্ষার্থী, ২০২৫ ও ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি ২০২৫) বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি একেএম জাহাঙ্গীর আলম।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাসের সভাপ্রধানে বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো. সাইফুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ ও মো. দেলোয়ার হোসেন, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মো. সরোয়ার হোসেন মুন্সী ভুলু, মো. সাহাব উদ্দিন মজুমদার শাহীন ও মো. মিজানুর রহমান বক্তব্য রাখেন। বক্তব্য শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সহকারী শিক্ষক মো. ইলিয়াছ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী তোহফা ইসলাম মিনহা ও গীতা থেকে পাঠ করেন সুনিতা রায় চৌধুরী। এরপর সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে নৃত্য, দেশাত্মবোধক সংগীত পরিবেশন, একক নৃত্য, নাটক, যেমন খুশি তেমন সাজ উপস্থাপন ও কবিতা আবৃত্তি করা হয়।

অনুষ্ঠানের বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন লিটন, বলাখাল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য রাধাকান্ত দাস রাজু, আবু সুফিয়ান মুন্সী, মাহবুবুর রহমান, কামরুল ইসলাম খাঁন, কামরুন নাহার রেখা, মিজানুর রহমান, জসিম উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্য অতিথি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, স্থানীয় ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠালগ্ন থেকে মানসম্মত শিক্ষা প্রদানের পাশাপাশি সন্তোষজনক ফলাফল ও এক্সট্রা কারিকুলামে বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপজেলা, জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রেখে যাচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়