শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৭

নিজ গ্রাম হুগলিতে হাসপাতাল স্থাপন করলেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. সাহাবুদ্দিন খান

ফরিদগঞ্জ ব্যুরো
নিজ গ্রাম হুগলিতে হাসপাতাল স্থাপন করলেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. সাহাবুদ্দিন খান

নিজ গ্রামে তথা ঘরে বসেই আধুনিক চিকিৎসা সেবা দেয়ার প্রত্যয় নিয়ে উপমহাদেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. সাহাবুদ্দিন খাঁন নিজের জন্মস্থান ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের হুগলি গ্রামে সবধরনের চিকিৎসা সেবা সম্বলিত চিকিৎসা কেন্দ্র আল-হেলাল মেডিক্যাল সেন্টার নামের একটি হাসপাতাল প্রতিষ্ঠা করলেন। বৃহস্পতিবার (২৭্ ফেব্রুয়ারি ২০২৫) দুপুরে নব-নির্মিত হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

নিজের ছেলেবেলার স্মৃতিচারণ করে অধ্যাপক ডা. মো. সাহাবুদ্দিন খাঁন জানান, ছোটবেলায় যে গ্রামে বেড়ে উঠেছেন, সেই গ্রামের মানুষ বিনা চিকিৎসায় মারা যায়। তাই আর যেন কেউ বিনা চিকিৎসায় মারা না যায়, সেজন্যে এবার নিজ গ্রামে হাসপাতাল চালু করেছি। প্রত্যন্ত এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি মানবসেবায় নিজেদের দায়বদ্ধতার কারণে এই হাসপাতাল গড়ে তোলা। এতে দিবারাত্রি চিকিৎসা সেবা ও পরীক্ষা-নিরীক্ষায় উন্নত প্রযুক্তি ব্যবহার করা হবে বলে জানান তিনি। পাশাপাশি থাকছে টেলিমেডিসিন সেবার ব্যবস্থা। তিনি জানান, গ্রামের এই হাসপাতাল থেকেই সদস্য হয়ে আল-হেলাল হাসপাতালের দেশে বিদেশের ১৭টি শাখা থেকে একই ধরনের সেবা নিতে পারবে চিকিৎসা সেবাপ্রার্থীরা।

নব-নির্মিত হাসপাতালটির উদ্বোধন উপলক্ষে আলোচনা, দোয়া, মোনাজাত ও ফ্রি চিকিৎসা সেবা দেয়া হয়। এদিকে চিকিৎসা সেবা কেন্দ্র প্রতিষ্ঠা হওয়ায় হুগলি গ্রামের আশেপাশের দরিদ্র মানুষজনসহ স্থানীয়দের মাঝে চিকিৎসা পাওয়ার বিপুল প্রত্যাশা দেখা দিয়েছে।

অধ্যাপক ডা. মো. সাহাবুদ্দিন খাঁনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি এসএম মোস্তাইন হোসেন বিপিএম, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান, ঢাকা মিরপুরস্থ আল-হেলাল স্পেশ্যালাইজড হাসপাতালের ডিএমডি ডা. সাবের খান, ডিরেক্টর অপারেশন্স অ্যাডভোকেট নিলুফা ইয়াসমিন, রাজনীতিবিদ আব্বাস গাজী, আল- হেলাল মেডিক্যাল সেন্টারের তত্ত্বাবধায়ক মো. নাছির উদ্দিন খানসহ দেশবরেণ্য চিকিৎসকগণ ও প্রশাসনের নেতৃবৃন্দসহ স্থানীয় সুধীজন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়