মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২৮

তথ্য অফিসের ‘বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে’ শীর্ষক আলোচনা সভা

তথ্য অফিসের ‘বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে’ শীর্ষক আলোচনা সভা
প্রেস বিজ্ঞপ্তি

চাঁদপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে গণযোগাযোগ অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি ২০২৫) বেলা ১০ টায় সদর উপজেলার বাবুরহাট হাই স্কুল হলরুমে ‘বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার তপন বেপারী। বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. এরশাদ উদ্দিন ।

সভায় ‘বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন চাঁদপুর সরকারি মহিলা কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোহাম্মদ ফয়েজ আহমেদ প্রধানীয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহাদাৎ হোসেন শান্ত প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা রাষ্ট্র, সমাজ ও বিশ্ব গঠনে এবং বৈষম্য দূরীকরণে প্রাচীনকাল থেকে তরুণদের অবদান ও তরুণ নেতৃত্বের তাৎপর্য তুলে ধরেন। বক্তারা আরো বলেন, দেশের অর্থনীতিকে গতিশীল করার জন্যে যুব সমাজকে গুরুত্ব দিয়ে প্রণীত হওয়া দরকার সকল কর্ম-পরিকল্পনা। তাদের সৃজনশীলতাকে সুরক্ষা দিতে হবে। উৎসাহী করতে হবে জ্ঞান চর্চায়। ব্যবসা-বাণিজ্য কিংবা বিনিয়োগে এগিয়ে এলে সরকারি তদারকি রেখে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিত্তশীল গৃহের সন্তান অপরাধী হলে তাদের জবাবদিহি করতে বাধ্য হয়, সেই আইনি কাঠামো তৈরি করতে হবে। বেকারত্ব, চাকরিতে তদবির বাণিজ্য আর শিক্ষা জীবন শেষে সুন্দর ভবিষ্যতের অভাব আর বিনোদনের শূন্যতা এখনকার তরুণ সমাজকে ফেসবুককেন্দ্রিক মোবাইলবৃত্তের মধ্যে আবদ্ধ করেছে। এসব নেতিবাচক অনুষঙ্গ থেকে মুক্ত করে তরুণ সমাজকে আলোর পথে পরিচালিত করাই হোক তারুণ্যের ঐক্যবদ্ধ শক্তির জয়গানের মূলমন্ত্র।

আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ প্রায় দুই শতাধিক তরুণ শিক্ষার্থী উপস্থিত ছিলো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়